Mohun Bagan: নর্থইস্ট ম্যাচ থেকে তিন পয়েন্ট পেতে মরিয়া বাগানবাহিনী

আগামী ১৫ ডিসেম্বর ইন্ডিয়ান সুপার লীগে পেদ্রো বেনোলিকের নর্থইস্ট ইউনাইটেডের (North East United) মুখোমুখি হবে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। ওডিশা ম্যাচ ভুলে এখন এই ম্যাচ…

Mohun Bagan

আগামী ১৫ ডিসেম্বর ইন্ডিয়ান সুপার লীগে পেদ্রো বেনোলিকের নর্থইস্ট ইউনাইটেডের (North East United) মুখোমুখি হবে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। ওডিশা ম্যাচ ভুলে এখন এই ম্যাচ জেতার দিকেই নজর দিতে চান ফেরেন্দো। কিন্তু চোট? যতদূর খবর, সাহাল আব্দুল সামাদের চোট গুরুতর হলেও খুব একটা বড় সমস্যা দেখা দেয়নি। যার দরুণ মুম্বাই ম্যাচ থেকে ফিরতে পারেন তিনি।

আরও পড়ুন: Mohun Bagan: মুম্বই ম্যাচে মাঠে ফিরতে পারেন এই সবুজ-মেরুন তারকা 

অন্যদিকে, অনেকটাই সুস্থ হয়ে গিয়েছেন অনিরুদ্ধ থাপা। তাই সব ঠিকঠাক থাকলে আগামী ম্যাচে মাঠে দেখা যেতে পারে এই তারকা ফুটবলারকে। এছাড়াও সময়ের সাথে সাথে সুস্থ হয়ে উঠছেন বাগানের আরেক অজি তারকা দিমিত্রি পেট্রাতোস। তাই আসন্ন ম্যাচে যে তিনি কামব্যাক করবেন তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে দেখা মিলতে পারে দলের আরেক দাপুটে ফুটবলারকে।

আরও পড়ুন: IPL: গুজরাটের কাছে সবথেকে বেশি টাকা, কলকাতা-মুম্বই অনেক পরে 

আজ গোটা দল নিয়ে নর্থইস্ট ম্যাচ খেলতে উড়ে যাবে কলকাতা ময়দানের এই প্রধান। গত ম্যাচ কোনো রকমে ড্র করে দল। পিছিয়ে থাকতে হলেও কোনো রকমে মান বাঁচিয়ে ছিলেন আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকু। তবে এবার পুরো পয়েন্ট পাওয়ার লড়াই। সেই মতো গতকাল দলের সঙ্গে চুটিয়ে অনুশীলন করেন মনবীর সিং থেকে শুরু করে দিমিত্রি পেট্রাতোসের মতো ফুটবলাররা। তবে আগের মতো এখনো পুরোপুরি সুস্থ না হলেও সময় যতো এগোচ্ছে ততোই নিজেকে পুরোনো ছন্দে ফিরিয়ে আনার চেষ্টা করছেন তিনি। খাতায় কলমে দেখতে গেলে নর্থইস্ট ইউনাইটেডের থেকে অনেকটাই এগিয়ে মোহনবাগান দল। এখন মাঠের লড়াইয়ের দিকে নজর সকলের।

আরও পড়ুন:  Asian Cup: এশিয়ান কাপের জন্য কারা সুযোগ পেলেন ভারতীয় দলের স্কোয়াডে? জানুন

পরিসংখ্যান অনুযায়ী এখন ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে হুয়ান ফেরেন্দোর মোহনবাগান। অন্যদিকে, ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আইএসএলের টেবিলের সাত নম্বরে রয়েছে জন আব্রাহামের দল। তাদের ঘাড়ের কাছেই নিশ্বাস ফেলছে লাল-হলুদ। তাই আজকের ম্যাচের দিকে মোহনবাগান সমর্থকদের পাশাপাশি নজর থাকবে ময়দানের আরেক প্রধানের সমর্থকদের। আসলে মোহনবাগান এই ম্যাচ জিততে পারলে আদতে সুবিধাই পেয়ে যাবে মশাল ব্রিগেড।