ভারতীয় ফুটবল মহলে কার্যত উল্কার মতো আছড়ে পড়েছে কার্ল ম্যাক হিউয়ের (Carl McHugh) কলকাতা ছাড়ার খবর। সর্বভারতীয় দৈনিক সংবাদ মাধ্যমের পক্ষ থেকে এই খবর প্রকাশিত করা হয়েছে। কার্ল কলকাতা কিংবা মোহনবাগান ছাড়তে পারেন এই সম্ভাবনার কথা অনেকেই বোধহয় আঁচ করতে পারেননি। সবুজ মেরুন জার্সিতে কার্ল ছিলেন নিঃশব্দ নায়ক। এটিকে মোহন বাগানের (Mohun Bagan SG) ইন্ডিয়ান সুপার লীগ জয়ের অন্যতম নেপথ্য কারিগর। তাকে ছাড়া কেমন হতে পারে মোহন বাগান সুপার জায়ান্ট কোচ হুয়ান ফেরান্দের (Coach Juan Ferrando) পরিকল্পনা?
আরও পড়ুন: Transfer Window: কলকাতা ছেড়ে গোয়ার পথে কার্ল ম্যাক হিউ
AFC প্রতিযোগিতার কথা মাথায় রেখে ঢেলে দল সাজিয়েছে মোহন বাগান সুপার জায়ান্ট। কার্ল ম্যাক হিউয় সাধারণত যে পজিশনে খেলেন সেই পজিশনে খেলার ব্যাপারে রয়েছেন একাধিক দাবিদার। বাগানের মাঝমাঠে খেলানোর ভাবনায় কোচ হুয়ান ফেরান্দর ভাবনায় থাকবেন অনিরুধ থাপা, গ্লেন মার্টিনস, সাহাল আব্দুল সামাদ। কলকাতা ফুটবল লীগে হ্যাটট্রিক করে ইতিমধ্যে নজর কেড়েছেন হামতে। তাই এখনই তাকে সিনিয়র দলের অংকের বাইরে রাখা যাচ্ছে না। গ্লেন সবুজ মেরুন জার্সি পরে বেশ কিছু ম্যাচ খেলেছেন। অনিরুধ থাপা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে হয়তো অপারেট করবেন।
আরও পড়ুন: Carl McHugh: কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জোড়া গোল বান্ধবী ওরলাকে উৎসর্গ করল ম্যাকহিউ
সাহাল আব্দুল সামাদ হয়তো আক্রমণ গড়ার কাজে হয়তো বেশি অবদান রাখতে পারবেন। সেই সঙ্গে আক্রমণভাগে আর্মন্দ সদিকু, দিমি পেত্রতোস। সেই সঙ্গে স্ট্রাইকার হিসেবে জেসন কামিংস। হামতে ভার্সেটাইল ফুটবলার। এছাড়া মাঝমাঠের শক্তি বৃদ্ধি করার জন্য থাকবেন দুই সাইড ব্যাক। এছাড়াও উইং বরাবর দৌড় দেওয়ার জন্য একাধিক ফুটবলার রয়েছেন স্কোয়াডে। সব মিলিয়ে সবুজ মেরুন শিবিরে মাঝমাঠে খেলোয়াড়ের অভাব নেই।
শোনা যাচ্ছে জনি কাউকো মোহন বাগান সুপার জায়ান্টের শিবিরে যোগ দেবেন। তাকেও ভাবনার বাইরে রাখা যাচ্ছে না। হামিল রয়েছেন সেন্ট্রাল ব্যাক পজিশনে। অনুশীলন শুরু করেছেন ফ্লোরেন্তিন পোগবা।