Weather Update: আগামী ৪৮ ঘণ্টায় রাজ্য জোর বৃষ্টির সম্ভাবনা

Weather Update: শনিবার থেকে বাড়বে বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রবিবার ও সোমবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে শুক্রবার পর্যন্ত বৃষ্টি হবে।

Heavy Rain bengal girl

Weather Update: শনিবার থেকে বাড়বে বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রবিবার ও সোমবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে শুক্রবার পর্যন্ত বৃষ্টি হবে। আজ শুক্রবার রাজ্যজুড়ে আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও তাপমাত্রার পরিবর্তন হবেনা ।

উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। বঙ্গোপসাগরের দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধপ্রদেশ সংলগ্ন উপকূলে এই নিম্নচাপের অবস্থান। গভীর নিম্নচাপ উত্তর-পশ্চিম দিকে ওড়িশা ও ছত্তিশগড় সংলগ্ন এলাকার দিকে এগোবে।

দক্ষিণবঙ্গে ২৯ শে জুলাই শনিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। শনিবার থেকে মঙ্গলবারের মধ্যে ওড়িশা ও উপকূল সংলগ্ন বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবি ও সোমবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। আজ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি নিয়ে চলবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি। কলকাতা-সহ বেশ কিছু জেলায় ৫০ শতাংশের বেশি ঘাটতি রয়েছে। সপ্তাহান্তে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি কতটা ঘাটতি মেটায় সেটাই এখন দেখার।

উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় আজ ও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। কলকাতা শহরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস।