Transfer Window: কলকাতা ছেড়ে গোয়ার পথে কার্ল ম্যাক হিউ

Transfer Window:চমকের থেকেও হয়তো বেশি কিছু। কার্ল ম্যাক হিউ (Carl McHugh) বিদায় জানাচ্ছেন কলকাতাকে (Kolkata)। তিলোত্তমায় চার বছর কাটানোর পর ফুটবল কেরিয়ারে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন আয়ারল্যান্ডের অভিজ্ঞ মিডফিল্ডার।

Carl McHugh

Transfer Window:চমকের থেকেও হয়তো বেশি কিছু। কার্ল ম্যাক হিউ (Carl McHugh) বিদায় জানাচ্ছেন কলকাতাকে (Kolkata)। তিলোত্তমায় চার বছর কাটানোর পর ফুটবল কেরিয়ারে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন আয়ারল্যান্ডের অভিজ্ঞ মিডফিল্ডার।

সর্বভারতীয় সংবাদ মাধ্যমে কার্ল ম্যাক হিউয়ের সঙ্গে কলকাতা বিচ্ছেদ সংক্রান্ত প্রকাশ্যে আসার পর শোরগোল পড়ে গিয়েছে ভারতীয় ফুটবল প্রেমীদের মধ্যে। বিশেষত মোহনবাগান সমর্থকরা এই খবর পাওয়ার পর কিছুটা হয়তো বিস্মিত হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, এফসি গোয়া কার্ল ম্যাক হিউকে সই করানোর দৌড়ে রয়েছে সবার আগে।

আরও পড়ুন: Transfer Window: ইস্টবেঙ্গল ছাড়লেন দুর্গাপুরের বিবেক

দুবার ইন্ডিয়ান সুপার লীগ চ্যাম্পিয়ন হয়েছেন কার্ল। গত মরসুমে এটিকে মোহন বাগানের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে অন্যতম কারিগর ছিলেন এই আইরিশ মিডফিল্ডার। রক্ষণ এবং মাঝমাঠের মধ্যে সংযোগ গড়ার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছেন তিনি। সূত্র উদ্ধৃত করে প্রতিবেদনে জানানো হয়েছে, গোয়া এমন একজন ফুটবলারের সন্ধানে রয়েছে যিনি ডিফেন্সিভ মিডফিল্ডার এবং প্রয়োজনে ডিফেন্ডার হিসেবে খেলতে পারবেন। কার্ল ম্যাক হিউ দলের এই চাহিদা পূরণ করার ক্ষেত্রে যোগ্য ফুটবলার।

আরও পড়ুন: Transfer Window: দলের দুই তারকা ফুটবলারকে রিলিজ করল ইস্টবেঙ্গল

তিরিশ বছর বয়সী আইরিশ মিডফিল্ডার এখনও মাঠে নিজেকে উজাড় করে দেওয়ার মতো ক্ষমতা রাখেন বলে এফসি গোয়ার ধারণা। মাঝমাঠ পরিচালন করার ক্ষমতা এবং অভিজ্ঞতা কাজে লাগতে পারে দলের। নতুন মরসুম শুরু হওয়ার আগে এফসি গোয়া ইতিমধ্যে চারজন বিদেশি ফুটবলারকে নিশ্চিত করেছেন। কার্ল হতে পারেন দলের পঞ্চম বিদেশি ফুটবলার। গোয়ার ক্লাবে ইতিমধ্যে নিশ্চিত হয়েছেন ওডেই অনেইডিয়া (ডিফেন্ডার), কর্লিতস (স্ট্রাইকার), ভিক্টর রদ্রিগেজ (অ্যাটাকিং মিডফিল্ডার )এবং পল রেত্রে (মিডফিল্ডার)।