Mohan Bagan: ডার্বির দুঃখ ভুলে এএফসি কাপে ঘুরে দাঁড়ানোই লক্ষ্য ফেরেন্দোর

গত ফুটবল মরশুমে সকলকে চমকে দিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল এটিকে মোহনবাগান (Mohan Bagan)। শুরুটা খুব একটা সুবিধের না হলেও পরবর্তীকালে নিজেদের চেনা ছন্দে ফিরতে থাকে সবুজ-মেরুন ব্রিগেড।

Juan Ferrando

গত ফুটবল মরশুমে সকলকে চমকে দিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল এটিকে মোহনবাগান (Mohan Bagan)। শুরুটা খুব একটা সুবিধের না হলেও পরবর্তীকালে নিজেদের চেনা ছন্দে ফিরতে থাকে সবুজ-মেরুন ব্রিগেড। সেখান থেকে খুব সহজেই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে ওডিশা এফসিকে হারিয়ে সেমিফাইনালে ওগবেচেদের হায়দরাবাদের মুখোমুখি হয় মোহনবাগান। ট্রাইবেকারে সেই দলকে পরাজিত করে সোজা ফাইনালে উঠে যায় কলকাতার এই প্রধান। সেখানে ও ট্রাইবেকারে আসে চূড়ান্ত সাফল্য। সেই পারফরম্যান্স এবারও ধরে রাখার পরিকল্পনা মোহনবাগান দলের। সেইমতো দলে আনা হয় অজি বিশ্বকাপার জেসন কামিন্স থেকে শুরু করে আলবেনিয়ার তারকা ফুটবলার আর্মান্দো সাদিকুদের।

নতুন আইএসএল মরশুমের পাশাপাশি এবারের এএফসি কাপেও ভালো ফল করাই অন্যতম লক্ষ্য বাগান ম্যানেজমেন্টের। সেইজন্য গতবারের এই আইএসএল জয়ী কোচের পছন্দের কথা মাথায় রেখেই তার টার্গেট কথা ফুটবলারদের এনে দিয়েছে ম্যানেজমেন্ট। বলতে গেলে বর্তমান সময়ে দাঁড়িয়ে ভারতীয় ফুটবল ক্লাব গুলির মধ্যে সর্বাধিক অর্থ খরচ করা হয়েছে এই প্রধানের দল গঠনের ক্ষেত্রে।

সব মিলিয়ে সেই সংখ্যা প্রায় ৭১ কোটি টাকার কাছাকাছি। তবে এতো শক্তিশালী দল নিয়েও পড়শী ক্লাব ইস্টবেঙ্গল ক্লাবের কাছে জোর ধাক্কা খেয়েছে সবুজ-মেরুন। কাজেই আসেনি কামিন্স-দিমিত্রি ম্যাজিক।

তাছাড়া ম্যাচের শুরুর দিকে হুগো বুমোসের পাশাপাশি আর্মান্দো সাদিকুর মতো ফুটবলারদের প্রথম একাদশে রাখা হলেও খুব একটা প্রভাব আসেনি ম্যাচের মধ্যে। যা রীতিমতো হতাশ করেছে মোহনবাগান জনতাকে। পরবর্তী সময় লাল-হলুদ ব্রিগেডের কাছে ডার্বি হারার পরবর্তী সময়ে ব্যার্থতা নিয়ে সাংবাদিকদের তরফে প্রশ্ন করা হলে ফেরেন্দো জানান, ম্যাচের মধ্যে তার ছেলেরা অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও ফিটনেসের সমস্যার কথাও স্বীকার করে নিয়েছেন গতবারের এই আইএসএল জয়ী কোচ।

তবে কলকাতা লিগ ও এএফসি কাপের মতো টুর্নামেন্টে খেলার কথা মাথায় রেখেই নাকি যথেষ্ট সাবধানতা অবলম্বন করে খেলেছে সবুজ-মেরুন দল। এমনটাই ইঙ্গিত এই স্প্যানিশ কোচের। তবে এসব ভুলে এখন ঘুরে দাঁড়ানোই মূল লক্ষ্য বাগান ব্রিগেডের।