SFI: ‘২১ জুলাইয়ের সমাবেশে যেতে পারেন, ছাত্রমৃত্যুর পর ক্যাম্পাসে আসতে পারছেন না’

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুন্ডুর মর্মান্তিক মৃত্যুতে শিউরে উঠেছে রাজ্য থেকে দেশ সর্বত্র। দোষীদের খুঁজে বার করতে তৎপর কলকাতা পুলিশ। দিকে দিকে চলছে…

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুন্ডুর মর্মান্তিক মৃত্যুতে শিউরে উঠেছে রাজ্য থেকে দেশ সর্বত্র। দোষীদের খুঁজে বার করতে তৎপর কলকাতা পুলিশ। দিকে দিকে চলছে প্রতিবাদ। সামনে এসেছে ব়্যাগিং-এর অভিযোগ। গ্রেফতার হয়েছে এক প্রাক্তনী এবং দুই যাদবপুরেরই পড়ুয়া। চলছে তদন্ত। এরই মাঝে রবিবার সাংবাদিক বৈঠক করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে কড়া আক্রমণ করল বাম ছাত্র সংগঠন SFI

বাম সংগঠন এসএফআই-এর দাবি যে যাদবপুরের ঘটনার জন্য রেজিস্ট্রারকে দায়িত্ব নিতে হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয় র্যােগিংয়ের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এসএফআই বলে যে রাজনৈতিক পরিচয় না দেখে স্বপ্নদীপের মৃত্যুতে প্রকৃত দোষীকে কঠোর শাস্তি দেওয়া হোক।

   

বাম সংগঠন এদিন দা্বি করে, “ক্যাম্পাসের নিরাপত্তার দায়িত্বে রেজিস্ট্রার, অথচ ঘটনার পর থেকে ওনারই পাত্তা নেই। এখনও পর্যন্ত ক্যাম্পাসে আসার প্রয়োজন বোধও করেননি রেজিস্ট্রার। ২১ জুলাইয়ের সমাবেশে যেতে পারেন, অথচ ছাত্রমৃত্যুর পর ক্যাম্পাসে আসতে পারছেন না।“

সাংবাদিক বৈঠক করে SFI এর তরফে দাবি করা হয় যে ঘটনার পিছনে কারা জড়িত আছে সেই অপরাধীদের খুঁজে বার করতে চেষ্টা করা হচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অপরাধীকে খুঁজে বের করা উচিত, অপরাধের প্রবণতাকে ধ্বংস করা উচিত বলে জানান হয় SFI-এর তরফে।

ব়্যাগিং নিয়েও SFI-এর তরফে সর্বোচ্চ পর্যায়ে আন্দোলন করা হচ্ছে বলে জানান। এক ছাত্র নেতা বলেন, “ব়্যাগিং একটি সামাজিক ব্যাধি এটা বলেই এই ঘটনার শেষ হয়ে যায় না। র্যা গিং একটি রাজনৈতিক সমস্যা, আগামী দিন এর বিরুদ্ধে আমরা রাজনৈতিক ভাবে মোকাবিলা করব।“ যাদবপুর বিশ্ববিদ্যালয়কে একটি ‘কমিউনিটি’ হিসাবে এই ভয়ানক ঘটনার প্রতিবাদে এগিয়ে আসা উচিত বলেও জানান তারা।