Dipendu Biswas: মহামেডান সেমিফাইনাল খেলবে: দীপেন্দু

ডুরান্ডে গ্রুপ লিগের শেষ ম্যাচে শক্তিশালী বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ড্র করেছে মহামেডান স্পোর্টিং (Mohammedan SC)। বলা যেতে পারে একপ্রকার জেতা ম্যাচ হাতছাড়া করেছে সাদা কালো…

Dipendu Biswas

ডুরান্ডে গ্রুপ লিগের শেষ ম্যাচে শক্তিশালী বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ড্র করেছে মহামেডান স্পোর্টিং (Mohammedan SC)। বলা যেতে পারে একপ্রকার জেতা ম্যাচ হাতছাড়া করেছে সাদা কালো শিবির। কারণ ৯০ মিনিট পর্যন্ত এই ম্যাচে গিয়েছিল তারা। শেষ মুহূর্তে গোল খেয়ে পয়েন্ট হাতছাড়া করলেও গ্রুপ শীর্ষ থেকেই ডুরান্ডের সেমিফাইনালে গিয়েছে মহামেডান স্পোর্টিং। দলের পারফরম্যান্সে খুব খুশি মহামেডানের ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস (Dipendu Biswas)।

ইস্টবেঙ্গলের বাজেট নাকি এটিকে মোহন বাগানের প্রায় সমান!

   

দলের পারফরম্যান্স প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘ ছেলেরা যে ফুটবল উপহার দিয়েছে তাতে আমি খুবই খুশি ।তবে আমরা যেতা ম্যাচ হাতছাড়া করেছি। লাল কার্ড হয়ে যাওয়ার দেখার পর আমরা ১০ জন হয়ে গিয়েছিলাম। তারপরও ছেলেরা যেভাবে লড়াই করেছে তা আমাকে খুব খুশি করেছে।’

East Bengal : তারকা ফুটবলারের সঙ্গে চুক্তি প্রায় চুড়ান্তের পথে

কোয়ার্টার ফাইনালে কেরল ব্লাস্টার্সের মুখোমুখি হতে হবে মহামেডানকে। আইএসএলের দল ।তাতে অবশ্য ভীত দীপেন্দু ।বরং আত্মবিশ্বাসী কেরলকে হারিয়ে সেমিফাইনালে যাবে তার দল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ছেলেরা যে ফুটবল খেলছে তাতে আমি ভীষণ আত্মবিশ্বাসী । কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ কেরল ব্লাস্টার্স ।ওদের হারিয়ে সেমিফাইনালে যাওয়ার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। আশা করা যায় আমরা সেমিফাইনালে যাব।’

উল্লেখ্য, বেঙ্গালুরু দলের হয়ে রয় কৃষ্ণা, সুনীল ছেত্রীর মতো তারকা ফুটবলার খেললেও মহামেডানকে হারাতে পারেননি তারা। বরং ৯০ মিনিটে পিছিয়ে ছিলেন সুনীলরা। শেষ মুহূর্তে ড্র করে তারা।