কবে কবে সুপার সিক্সের ম্যাচ খেলবে মহামেডান? জানুন

আজ কল্যানীতে কলকাতা লিগের ম্যাচে মোহনবাগান সুপারজায়ান্টস দলের মুখোমুখি হতে চলেছে মহামেডান স্পোর্টিং ক্লাব ( Mohammedan SC)। ব

Mohammedan SC Set to Take on Jamshedpur FC in Exciting Durand Cup Clash

আজ কল্যানীতে কলকাতা লিগের ম্যাচে মোহনবাগান সুপারজায়ান্টস দলের মুখোমুখি হতে চলেছে মহামেডান স্পোর্টিং ক্লাব ( Mohammedan SC)। বঙ্গীয় ফুটবল সংস্থার তরফ থেকে বহু আগে এই ম্যাচ আয়োজনের কথা থাকলেও গত কয়েকদিন আগেই ম্যাচ না খেলার কথা জানিয়েছিল মহামেডান কতৃপক্ষ। সেই নিয়ে একটি চিঠি ও আইএফ’এ অফিসে জমা দেওয়া হয়েছিল তাদের তরফে।

পরবর্তীতে জানা যায়, সমর্থকদের সমস্যার কথা মাথায় রেখেই নাকি কলকাতায় ম্যাচ দেওয়ার কথা জানানো হয়েছিল তাদের তরফে। পাশাপাশি হিরো আইলিগের কথা মাথায় রেখে কলকাতা লিগের সূচীতে ও বদল আনার কথা বলা হয়। তবে এই নিয়ে এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া হলেও গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত।

তাই প্রথমদিকে কল্যাণীতে ডার্বি খেলতে না চাইলে ও অবশেষে তাতে রাজি হয়ে যায় সাদা-কালো ব্রিগেড। যারফল স্বরূপ আজ বিকেলে কল্যানীতে মুখোমুখি হচ্ছে ময়দানের দুই প্রধান। অনেকের কাছেই এটি মিনি ডার্বি। উল্লেখ্য, এবারের প্রিমিয়ার ডিভিশন লিগে ইমামি ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিং ক্লাব অনেক সুপার সিক্স নিশ্চিত করলেও এখনো নিরাপদ স্থানে আসতে পারেনি বাস্তব রায়ের মোহনবাগান সুপারজায়ান্টস।

বর্তমানে আর দুইটি ম্যাচ রয়েছে তাদের হাতে। যার মধ্যে একটি খেলতে হবে আজ মহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে ও অন্যটি খেলতে হবে কিবু ভিকুনার ডায়মন্ডহারবার এফসির সঙ্গে। তাই আজকের ম্যাচ জিতে সুপার সিক্স নিশ্চিত করাই একমাত্র লক্ষ্য থাকবে সুহেল-ফারদিনদের।

অন্যদিকে, বিগত কয়েক মাস ধরে মোহনবাগান দলের কাছে একের পর এক ম্যাচে পরাজিত হতে হয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাবের জুনিয়র দলকে। তাই ভালো খেলে বদলা নেওয়াই অন্যতম লক্ষ্য থাকবে তাদের কাছে। এসবের মাঝেই এবার সামনে আসল সাদা-কালো ব্রিগেডের সুপার সিক্সের দিনক্ষণ। যতদূর জানা গিয়েছে, আগামী ১৭ তারিখ থেকে শুরু করে ২০,২৩, ২৬, ও ২৯ তারিখ খেলতে হবে সাদা-কালো ব্রিগেডকে। এক্ষেত্রে প্রতিটি দলের সঙ্গে হবে একটি করে ম্যাচ। যতদূর জানা গিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই প্রকাশিত হবে পূর্নাঙ্গ সময়সূচী।