চূড়ান্ত সাফল্য পেয়েও শেষ রক্ষা হল না মহামেডান স্পোর্টিংয়ের (Mohammedan SC)। আইলিগের শেষ ম্যাচে তাদের পরাজিত হতে হল দুর্বল দিল্লি এফসির কাছে। নির্ধারিত সূচী অনুসারে আজ নিজেদের ঘরের মাঠে খেলতে নেমেছিল ব্ল্যাক প্যান্থার্সরা। আগের মত নৈহাটির বঙ্কিমাঞ্চল স্টেডিয়ামে এই ম্যাচ হওয়ার কথা থাকলেও সমর্থকদের কথা মাথায় রেখে তা বদলে আনা হয় যুবভারতী ক্রীড়াঙ্গনে।
আইলিগ জয়ী হওয়ার সুবাদে আজকের এই ম্যাচের আগেই দিল্লির তরফ থেকে গার্ড অফ অনার দেওয়া হয় মহামেডান দলকে। শেষ পর্যন্ত কিনা তাদের কাছে হেরেই টুর্নামেন্ট শেষ করতে হল রেড রোডের এই ক্লাবকে। সম্পূর্ণ সময় শেষে ম্যাচের ফলাফল থাকে ১-৩ গোল। দলের হয়ে আজকে একটি মাত্র গোল করেন বেনেস্টন পিকটন ব্যারেটো।
অন্যদিকে, দিল্লির হয়ে গোল করে যান যথাক্রমে আলিশার হলমুরোদভ, গেয়েরি এবং সার্জিও সিলভা জুনিয়র। উল্লেখ্য, আইলিগ জয় করার সুবাদে আজ প্রথম থেকেই যথেষ্ট জন্মনে থাকতে দেখা গিয়েছে মহামেডান দলের ফুটবলারদের। তাছাড়া যুবভারতীতে নিজেদের ম্যাচ থাকার সুবাদে সমর্থকদের সমর্থন বাড়তি পাওনা হয়ে উঠেছিল ময়দানের এই তৃতীয় প্রধানের কাছে। কিন্তু ম্যাচ শুরু হওয়ার মিনিট সাতেকের মাথায় আলিশার করা গোলে এগিয়ে যায় দিল্লি। তারপর প্রতিপক্ষ দলকে আটকাতে যথেষ্ট আক্রমণাত্মক হয়ে ওঠে সাদা-কালো শিবির। কিন্তু প্রথমার্ধের মাঝামাঝি সময় ফের গোল খেয়ে বসে চেরনিশভের দল। যারফলে, প্রথমার্ধের শেষে ২ গোলের ব্যবধানে পিছিয়ে যায় এই প্রধান।
দ্বিতীয়ার্ধে ফের গোল খেয়ে যায় দল। তবে অতিরিক্ত সময় ব্যারেটোর করা গোলে ব্যবধান কিছুটা কমানো গেলেও তা জয় ফেরার জন্য যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত দিল্লির কাছে হেরেই আই লিগ অভিযান শেষ করল সাদা-কালো শিবির। উল্লেখ্য, শিলং লাজং ম্যাচের পর আইলিগ চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে ডেভিডরা। তাই এই নিয়ম রক্ষার ম্যাচে একাধিক বদল এনেছিলেন চেরনিশভ। সিনিয়র দলের গোলরক্ষক থেকে শুরু করে একাধিক দাপুটে বিদেশি ফুটবলারদের রিজার্ভ বেঞ্চে রেখেই আজ মাঠে নেমেছিল দল। যার প্রভাব দেখা গিয়েছে প্রতিটা মুহুর্তে।