Lok sabha Election 2024: ‘ভোটে আসে ভোট যায়, আমাদের কী তাতে কিছু হয়?’ অভিনেত্রী পৌলমী দাস

আদিত্য ঘোষ, কলকাতা: লোকসভা ভোট (Lok sabha Election 2024) একদম সম্মুখ সমরে। আর এই ভোটের হাওয়ায় বেশ সরগরম চারিদিক। লোকসভা ভোটে পিছিয়ে নেই বাংলার টলিউড…

poulomi-das-shares-her-view-about-lok-sabha-election

আদিত্য ঘোষ, কলকাতা: লোকসভা ভোট (Lok sabha Election 2024) একদম সম্মুখ সমরে। আর এই ভোটের হাওয়ায় বেশ সরগরম চারিদিক। লোকসভা ভোটে পিছিয়ে নেই বাংলার টলিউড ইন্ডাস্ট্রি। বাংলার বহু প্রথম সারির অভিনেতা অভিনেত্রী এখন লোকসভা ভোটের প্রার্থী। তৃণমূল, সিপিএম, বিজেপি সব দলেই ভিড় হয়ে আছে বহু নামকারা তারকা অভিনেতা-অভিনেত্রী। যারা সমাজের সবচেয়ে সেনসেটিভ মাধ্যমে কাজ করেন। যারা তাঁদের অভিনয় দক্ষতা দিয়ে বাজিমাত করে রাখে প্রচুর দর্শকের মন। সেই অভিনেতা-অভিনেত্রীদের নজরে এই লোকসভা ভোট ২০২৪-এর গুরুত্ব কোথায় ? কী বলছে বাংলা ইন্ডাস্ট্রির হৃদয়।  খোঁজ নিল kolkata24x7।

বিশিষ্ট অভিনেত্রী পৌলমী দাস kolkata24x7 কে ফোনে জানালেন, ” লোকসভা ভোট ২০২৪ এসে গেলেও কিংবা চলে গেলেও আমার জীবনে বিশেষ কোনও পরিবর্তন ঘটবে না। ভোটের সঙ্গে বাংলা ইন্ডাস্ট্রির কোনও সম্পর্ক নেই।” একটু থেমে তিনি আরও জানালেন, ” আমি খুব অ্যা-পলিটিক্যাল। জীবনটা খুব সাধারণ। অভিনয় আর ঘোরা। আর কোনও দাবি নেই।” পাল্টা প্রশ্ন করলাম, ” আমরা সবাই তো পলিটিক্যাল!” তিনি হাসলেন তবে নিরুত্তর রইলেন। বাংলা ইন্ডাস্ট্রির ভিতরে কি তবে এইসব কথা বলা বারণ ? তাঁর চুপ থাকা কি অন্য কিছু ইঙ্গিত করল।

আবার জিজ্ঞাসা করলাম, ” কোনও দলের প্রচারে সেলিব্রিটি হয়ে প্রচার করার জন্য প্রস্তাব এলে কী করবে ? অবশ্যই সেখানে যদি তুমি উপযুক্ত পারিশ্রমিক পাও।” তিনি একটু সময় নিয়ে ভাবলেন। তারপরে বললেন, ” না। আমি যাব না। আমি যে কোনও রাজনৈতিক দলের হয়ে হাঁটলে সেই দলের আদর্শ জানতে হবে। আমি মানুষকে মিথ্যে বিশ্বাস দিতে চাই না।” তবে তিনি বললেন, ” বিগত বেশ কিছু বছরে কিন্তু আমাদের স্টুডিও হাল ফিরেছে। আগে খুব বাজে অবস্থা ছিল। এছাড়াও সিরিয়ালের ক্ষেত্রে কিছু ইনস্যুরেন্স লাগু হয়েছে যেগুলো ভাল।”

আপাতত পৌলমী এখন ধারাবাহিকের পর্দায়, অনেকদিন হলো ধারাবাহিকের পরিচিত মুখ হয়ে উঠেছে সে। ‘মেঘে ঢাকা তারা’ ধারাবাহিকে তাঁর কাজ প্রশংসা কুড়িয়েছে। তবে বাংলা ছবির জগতেও তিনি উজ্জ্বল। ‘ব্যোমকেশ হত্যামঞ্চ’, ‘তীরন্দাজ শবর’, ‘মহিষাসুরমর্দিনী’, ‘অসমাপ্ত’, ‘কার্জনের কলম, ‘ঘুণ’-এর মতো সিনেমা রয়েছে তাঁর ঝুলিতে। শুধু তাই নয়, ‘ ফেলুদা ফেরত’, ‘ বউ কেন সাইকো’- এর ওয়েব সিরিজ রয়েছে তার বুক পকেটে। সবশেষে তিনি আক্ষেপের সুরে বললেন, ” বাংলা ছবির জগতে আরও ইনভেসমেন্ট প্রয়োজন। আরও প্রযোজক আসুক। ভাল কাজ হোক।”