Mohammedan SC: ক্লাবের তিন কিংবদন্তিকে সম্মান জানিয়ে বিশেষ উদ্যোগ

শেষ মরশুমের ফুটবল মরশুমের পারফরম্যান্সের নিরিখে সবুজ-মেরুন ও লাল-হলুদের থেকে অনেকাটাই পিছিয়ে থেকেছে মহামেডান স্পোর্টিং (Mohammedan SC)।

Mohammedan SC

short-samachar

শেষ মরশুমের ফুটবল মরশুমের পারফরম্যান্সের নিরিখে সবুজ-মেরুন ও লাল-হলুদের থেকে অনেকাটাই পিছিয়ে থেকেছে মহামেডান স্পোর্টিং (Mohammedan SC)। কিন্তু ক্লাব তাঁবুর সৌন্দর্যের দিক থেকে মোহন-ইস্ট কে অনায়াসেই টেক্কা দিয়েছে রেড রোডের এই ক্লাব। তাদের হাত ধরেই শহরের বুকে জন্ম নিয়েছে এক টুকরো লর্ডস।

   

আসলে ইংল্যান্ডের লর্ডস ব্যালকনির আদলে এবার সেজে উঠছে মহামেডান তাঁবু। যা দেখে খুশি সাদা-কালো সমর্থকদের পাশাপাশি শহরের আপামর ফুটবলপ্রেমী মানুষ। বিগত কয়েক বছর ধরে ক্লাবের অন্যতম লগ্নিকারী সংস্থা বাঙ্কারহিলের হাত ধরে ক্লাব যে উন্নতির আরো চরম শিখরে উঠেছে তা কিন্তু বলাই চলে। এবার তাদের তরফ থেকেই নেওয়া হল নতুন উদ্যোগ।

বলাবাহুল্য, শুধুমাত্র ক্লাব তাঁবু নয়। ক্লাবের মাঠের ও প্রায় ভোল পাল্টে গিয়েছে মহামেডানের। মাঠের উন্নতি ঘটানোর পাশাপাশি দর্শক গ্যালারি কে ও সাজানো হয়েছে নতুন করে। এবার তাতে ও থাকছে চমক। আসলে সাদা-কালো শিবিরের হয়ে খেলে যাওয়া এক কালের তিন কিংবদন্তি ফুটবলারদের প্রতি সম্মান প্রদর্শন করে এবার নয়া স্ট্যান্ড গড়ে তুলল রেড রোডের এই ফুটবল ক্লাব। যার নাম দেওয়া হয়েছে “রহমত, রহিম, রশিদ রহিম স্ট্যান্ড।” একটা সময়ে সাদা-কালো শিবির তথা কলকাতা ময়দানে যথেষ্ট জনপ্রিয় ছিল এই তিন “র”। বহুবার পরাজিত হওয়ার মতো পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে দলকে জয়ের সরনীতে ফেরাতে সক্ষম থেকেছেন এই তিন প্রাক্তন তারকা। একটা সময় যাদের কে সমীহ করে চলতে হত ময়দানের বাকি দুই প্রধান তথা ইস্টবেঙ্গল ও মোহনবাগান কে। তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেই এই বিশেষ উদ্দ্যোগ ক্লাব কর্তাদের।

যা দেখে খুশি সকলেই। গত ফুটবল মরশুমের শুরুটা ভালো হলেও আইলিগ ও সুপার কাপের মতো টুর্নামেন্টে খুব একটা সুবিধা করতে পারেনি এই প্রধান। তবে অতীতের সমস্ত ব্যর্থতা ভুলে কোচ মেহরাজউদ্দিন ওয়াডুর নেতৃত্বে নতুন মরশুমে নিজেদের মেলে ধরতে মরিয়া এই ফুটবল ক্লাব।