East Bengal : বাংলাদেশের প্রাক্তন ফুটবলারদের উপস্থিতিতে পালিত হল প্রতিষ্ঠা দিবস

আপামর লাল-হলুদ (East Bengal) সমর্থকদের কাছে অত্যন্ত গর্বের দিন হিসেবে বিবেচিত হয় ১লা আগস্ট। ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রত্যেক বছর নানাবিধ অনুষ্ঠানের আয়োজন করা হয় ক্লাবের তরফ থেকে।

East Bengal Day Celebrated with Former Footballers from Bangladesh in Attendance

আপামর লাল-হলুদ (East Bengal) সমর্থকদের কাছে অত্যন্ত গর্বের দিন হিসেবে বিবেচিত হয় ১লা আগস্ট। ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রত্যেক বছর নানাবিধ অনুষ্ঠানের আয়োজন করা হয় ক্লাবের তরফ থেকে।

এবছর ও তার বদল ঘটেনি। প্রথা মেনে সেই সকালে ক্লাবের প্রতিষ্ঠাতা সুরেশ চন্দ্র চৌধুরীর প্রতিকৃতিতে মাল্যদান এবং প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করা হয়। তারপর ক্লাবের তরফ থেকে কেক কাটা ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সরগরম হয়ে ওঠে ক্লাব তাঁবু। তবে অন্যান্য বছর গুলির তুলনায় এবার বাড়তি মাত্রা যোগ করেছিল, ক্লাবের হয়ে খেলা বাংলাদেশের প্রাক্তন ফুটবলারদের উপস্থিতি।

এছাড়াও আজ সকাল থেকেই ক্লাবে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল ইমামি ইস্টবেঙ্গল দলের জুনিয়র ফুটবলারদের। পাশাপাশি ক্লাবের প্রাক্তন ফুটবলার সহ কর্মসমিতির অন্যান্য সদস্যদের আবির্ভাবে যেন চাঁদের হাট বসে যায় লাল-হলুদ তাঁবুতে। তবে এবার বাড়তি মাত্রা যোগ করেছিল পড়শী দেশ তথা বাংলাদেশ থেকে লাল-হলুদে এসে খেলে যাওয়া অন্যতম দুই প্রাক্তন ফুটবলার আসলাম ও ঘাউস সহ অন্যান্য ব্যাক্তিবর্গের উপস্থিতি। এছাড়াও লাল-হলুদ ফুটবল স্কুলের একাধিক ফুটবলারদের ও দেখা যায় আজ ক্লাব তাঁবুতে।

এছাড়াও ক্লাবের এই ঐতিহাসিক দিনে সমর্থকদের উন্মাদনা ও ছিল চোখে পড়ার মতো। ঘনঘন স্লোগান ও লাল-হলুদ সমর্থকদের উন্মাদনায় সরগরম হয়ে ওঠে ইস্টবেঙ্গল ক্লাব। পরবর্তীতে ইস্টবেঙ্গল দলের প্রাক্তন ফুটবলারদের পাশাপাশি বাংলাদেশের থেকে দলের হয়ে খেলে যাওয়া প্রাক্তন ফুটবলারদের সামনে রেখেই চলে কেক কাটার পর্ব। তারপর ক্লাবের ঐতিহ্যবাহী পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া হয় গোটা অনুষ্ঠান। এবার ফুটবলারদের সম্মান জানানো পালা।