Andrey Chernyshov: ড্র করেও খুশি নন মহামেডান কোচ, কী বলছেন তিনি?

আই লিগের গত ম্যাচে মাঠে নামার আগে কয়েকদিন আগেই পড়শি ক্লাব ইমামি ইস্টবেঙ্গল দলের বিপক্ষে খেলতে নেমেছিল মহামেডান স্পোর্টিং ফুটবল ক্লাব (Mohammedan SC )। নির্ধারিত…

Andrey Chernyshov Mohammedan SC

আই লিগের গত ম্যাচে মাঠে নামার আগে কয়েকদিন আগেই পড়শি ক্লাব ইমামি ইস্টবেঙ্গল দলের বিপক্ষে খেলতে নেমেছিল মহামেডান স্পোর্টিং ফুটবল ক্লাব (Mohammedan SC )। নির্ধারিত সময়ের শেষে সেই ম্যাচ লাল-হলুদের পক্ষে থাকলেও নিজেদের ভুল ভ্রান্তি শুধরে নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট সুযোগ পেয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাব।

যারফল স্বরূপ  আই লিগের ম্যাচে শিলং লাজং এফসি দলের বিপক্ষে ম্যাচ ড্র করে রেড রোডের এই ফুটবল ক্লাব। যারফলে, দলের এই পারফরম্যান্স নিয়ে একেবারেই খুশি নন মহামেডান স্পোর্টিং ক্লাবের কোচ আন্দ্রে চেরনিশভ (Andrey Chernyshov)। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই হতাশাই তুলে ধরেন তিনি।

উল্লেখ্য, আই লিগের ম্যাচে গতকাল প্রথমার্ধের শেষের অতিরিক্ত সময়ে টাকুটোর গোলে এগিয়ে যায় শিলং লাজং এফসি। বলা যায়, প্রথমার্ধের শেষে সেই এক গোলের ব্যবধানেই এগিয়ে থাকে লাজং এফসি। তবে দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটের মাথায় ব্যবধান কমান মহমেডানের ডেভিড। যারফলে, কোনোরকমে বেঁচে যায় রেড রোডের এই ক্লাব। নির্ধারিত সময়ের শেষে ম্যাচের ফলাফল গিয়ে দাঁড়ায় ১-১ গোল।

পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাদা-কালো কোচ বলেন, আমরা যে সমস্ত পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিলাম তা শেষ পর্যন্ত কার্যকরী করা সম্ভব হয়নি। তবে আমরা যেকোনো সময় হেরে যেতে পারতাম। তবে ডেভিড সুযোগ বুঝে দলের হয়ে গোল করতেই নতুন করে আত্মবিশ্বাস দেখা দেয় দলের মধ্যে। তবুও নিজেদের ঘরের মাঠে ড্র করার ফলে কিছুটা হলেও চাপ থাকবে। তবে পরবর্তী ট্রাউ ম্যাচ নিয়েই এবার ভাবতে হবে।