Virender Sehwag নিয়ে বিতর্কিত মন্তব্য পাক প্রাক্তনীর। কি বললেন তিনি?

১৪ বছরের আন্তর্জাতিক ক্রিকেট জীবনে টেস্ট খেলার রুল বুক বদলে দিয়েছিলেন ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সহবাগ। যত কম সম্ভব ফুটওয়ার্ক করেও ঝড় বইয়ে দিতেন মাঠে।…

১৪ বছরের আন্তর্জাতিক ক্রিকেট জীবনে টেস্ট খেলার রুল বুক বদলে দিয়েছিলেন ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সহবাগ। যত কম সম্ভব ফুটওয়ার্ক করেও ঝড় বইয়ে দিতেন মাঠে। ১০৪ টি টেস্টে গড়ে ৪৯.৩৪এ ৮৫৮৬ রার করে বিদায় দিয়েছেন টেস্ট ক্রিকেটে। ঝুলিতে ভরেছেন দুটো ৩০০ রৃনের নজির। এত কিছুর পরও এই সহবাগের উইকেট নেওয়াই নাকি সবচেয়ে সোজা ছিল বলে দাবি করলেন প্রাক্তন পাকিস্তানি পেসার নাভেদ-উল-হাসান।

নাদির আলির পডকাস্টে এমন দাবি করেছেন নভেদ। অবশ্য দ্রাবিড় বন্দনা করতেও ভোলেননি তিনি। পডকাস্টে নভেন বলেন, “সহবাগের উইকেট নেওয়া সব থেকে সহজ ছিল, তেমনই সব থেকে কঠিন ছিল রাহুল দ্রাবিড়কে বল করা।”

২৫১টি ওডিআইতে, সহবাগ ৩৫.০৫ গড়ে ৮,২৭৩ রান সংগ্রহ করেছেন এবং ৩৮টি অর্ধশতক হাঁকানোর পাশাপাশি ১৫টি শতক করেছেন। তাঁর শেষ ওয়ানডে ছিল ২০১৩ সালের জানুয়ারিতে কলকাতায় পাকিস্তানের বিরুদ্ধে।

১৯টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে দুটি হাফ সেঞ্চুরি সহ ৩৯৪ রান করেছেন তিনি।

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে দুটি বিশ্বকাপ জয়ী দলের অংশও ছিলেন সহবাগ — দক্ষিণ আফ্রিকায় ২০০৭ বিশ্বকাপ টি-টোয়েন্টি এবং ভারতে ২০১১ আইসিসি ক্রিকেট বিশ্বকাপে।

অন্যদিকে নাভেদ-উল-হাসান ৭৪টি ওয়ানডে খেলে ২৯.২৮ গড়ে ১১০টি উইকেট নিয়েছেন। অর্ধেকের বেশি উইকেট এসেছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।

এছাড়া, তিনি মাত্র নয়টি টেস্ট এবং চারটি টি-টোয়েন্টি খেলে মোট ২৩টি উইকেট নিয়েছেন।