Mohammedan SC: জোরকদমে অনুশীলনে ঘাম ঝড়াচ্ছে মহামেডান

আইলিগে টানা দু’ম্যচে পরাজয়ের মুখ দেখেছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। স্বভাবতই হতাশ সাদা কালো শিবিরের সমর্থকরা।প্রিয় দলের এমন পারফরম্যান্সের দেখার পরে ভক্তরা যাতে মুখ…

Mohammedan SC

আইলিগে টানা দু’ম্যচে পরাজয়ের মুখ দেখেছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। স্বভাবতই হতাশ সাদা কালো শিবিরের সমর্থকরা।প্রিয় দলের এমন পারফরম্যান্সের দেখার পরে ভক্তরা যাতে মুখ ফিরিয়ে না নেয় এই কারণে মহামেডান এসসি ‘বাউন্সব্যাক’ করার প্রতিশ্রুতি দিয়েছে।

আগামী বুধবার, কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে মহামেডান ফুটবল ক্লাব টিম খেলতে নামবে ন্যারোকা এফসির বিরুদ্ধে। মঙ্গলবার, গোটা সাদা কালো শিবির নিজেদের ক্লাব তাবুর মাঠে কোচ আন্দ্রে চেরনশিভের কড়া শাসনে প্র‍্যাকট্রিসে ঘাম ঝড়াতে দেখা গিয়েছে।গত ম্যাচে রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসির বিরুদ্ধে মার্কাস জোসেফ ফিরে এসেছিলেন ঠিকই কিন্তু সুবিধা বিশেষ কিছু করতে পারেন নি।

মহামেডানের চিরাচরিত বিল্ড আপ ফুটবলকে আটকে গিয়েছিল।কিভাবে নিজেদের স্ট্র‍্যাটেজিকে পূর্ণতায় নিয়ে আসবে তা নিয়ে অঙ্ক ইতিমধ্যেই কষে ফেলেছেন সাদা কালো শিবিরের কোচ চেরনশিভ।

অন্যদিকে, আইলিগ ২০২২-২৩ সেশনে ন্যারোকা এফসি নিজেদের শেষ ম্যাচ সুদেবা দিল্লি এফসির বিরুদ্ধে ১-০ গোলে জিতেছে।এর আগে রিয়েল কাশ্মীর এফসির বিরুদ্ধেও ১-০ স্কোরলাইনে তিন পয়েন্ট তুলেছে ডেভিড সিম্বো,জেমস সিং,কাসিমভ, জ্যাখনভরা।ঘরের মাঠে লিগের প্রথম দু’ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে কলকাতার মাটিতে চলতি লিগ সেশনের প্রথম অ্যাওয় গেম খেলতে মুখিয়ে রয়েছে ইম্ফলের এই ক্লাব দলটি।আর মহামেডান স্পোটিং ক্লাব লিগ সেশনের প্রথম জয়ের খোঁজে মাঠে নামবে।