Mohammedan SC: ন্যারোকার বিরুদ্ধে খেলোয়াড় অফফর্ম নিয়ে চিন্তায় কোচ চেরনশিভ

আইলিগে সেশনে ইতিমধ্যেই দুই ম্যাচ খেলে ফেলেছে মহামেডান স্পোর্টি ক্লাব (Mohammedan SC), কিন্তু এখনও জয়ের মুখ দেখে উঠতে পারেনি সাদা কালো ব্রিগেড। এই অবস্থায় টিমকে…

Mohammedan SC Coach

আইলিগে সেশনে ইতিমধ্যেই দুই ম্যাচ খেলে ফেলেছে মহামেডান স্পোর্টি ক্লাব (Mohammedan SC), কিন্তু এখনও জয়ের মুখ দেখে উঠতে পারেনি সাদা কালো ব্রিগেড। এই অবস্থায় টিমকে উইনিং ট্র‍্যাকে ফিরিয়ে আনাই মস্ত বড়ো চ্যালেঞ্জ কোচ আন্দ্রে চেরনশিভের সামনে।

কলকাতা লিগে দুরন্ত পারফরম্যান্স করে দুবার লিগ চ্যাম্পিয়ন হওয়া দলটার তেজ আইলিগ ২০২২-২৩ সেশনে উধাও হয়ে গিয়েছে।ব্যাক টু ব্যাক দুম্যাচে হারের মুখ দেখে হতাশ সাদা কালো শিবিরের ভক্তরা।তবে সমর্থকদের আশ্বস্ত করতে দল বাউন্সব্যাক করবে,জয়ের রাস্তায় ফিরে আসবে এমন প্রতিশ্রুতি সামনে এনেছে মহামেডান এসসি তাদের টুইটার হ্যান্ডেলে পোস্ট করে।

কিন্তু শুধু সোশাল মিডিয়াতে বাজার চলতি পোস্ট করলেই তো হবে না,ফুটবলারদের নিজেদের কাজটাও করতে হবে।গোল করতে হবে,গোল আটকাতে হবে,গোলের জন্য খেলা তৈরি করতে হবে।দেখা যাচ্ছে আইলিগে গোটা সাদা কালো শিবিরের খেলোয়াড়রা নিজেদের পজিশনে ঠিকঠাকভাবে দায়িত্ব পালন করতে পারছে না। পজিশন নিয়ে সিদ্ধান্তে আসতে পারছে না,নিজেদের মধ্যে সমন্বয়ের অভাব ফুটবলারদের অফফর্মের একটা বড় কারণ। আইলিগ চ্যাম্পিয়ন হলেই ইন্ডিয়ান সুপার লিগের দরজা খুলে যাবে এমন বার্তাতেও তেতে উঠতে দেখা যাচ্ছে না সেখ ফৈয়াজদের। বারে বারে গাছাড়া মনোভাব দুম্যাচে ভরাডুবির মূল কারণ।

এমন আবহে বুধবার, ন্যারোকা এফসির বিরুদ্ধে কলকাতার কিশোর ভারতী স্টেডিয়ামে খেলতে নামার আগে মহামেডান এসসি কোচ আন্দ্রে চেরনশিভকে টিমের খেলোয়াড় অফফর্ম বেশ চিন্তায় ফেলে দিয়েছে।