Mohammedan SC : শহরে এসেই অনুশীলন নেমে পড়লেন দাউদা

সোমবার সকালে এসে হাজির হয়েছেন মহামেডানের (Mohammedan SC) পঞ্চম বিদেশি ফুটবলার দাউদা। কলকাতায় এসে খুব বেশি একটা সময় নষ্ট করলেন না । দুপুরেই চলে এলেন…

Mohammedan SC footballer Dauda

সোমবার সকালে এসে হাজির হয়েছেন মহামেডানের (Mohammedan SC) পঞ্চম বিদেশি ফুটবলার দাউদা। কলকাতায় এসে খুব বেশি একটা সময় নষ্ট করলেন না । দুপুরেই চলে এলেন অনুশীলনে ।

ডুরান্ড কাপ শুরু’র আগের থেকে নাইজেরিয়ার এই বিদেশি ফুটবলার’কে রেজিস্ট্রেশন করিয়ে রেখেছিলো মহামেডান স্পোর্টিং । তাই ডুরান্ডের বাকি ম‍্যাচ গুলো’তে তাকে খেলাতে কোনও সমস্যা হওয়ার কথা নয় সাদা কালো ব্রিগেডের কোচ চেরনিশভের । তবে এক্ষেত্রে সংশ্লিষ্ট ফুটবলারের ফিটনেস খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে ।

   

বর্তমানে ডুরান্ড কাপে কলকাতার প্রতিনিধি হিসেবে একমাত্র ক্লাব হিসেবে রয়েছে মহামেডান স্পোর্টিং । আগামী ৯ ই সেপ্টেম্বর সাদা কালো ব্রিগেড মুখোমুখি হতে চলেছে কেরালা ব্লাস্টার্স । তার আগে ক্লাবে আগত নয়া বিদেশি ফুটবলার’কে ম‍্যাচ ফিট করে তোলার চেষ্টা করছে সাদা কালো ব্রিগেড ।আগামী দুই দিন তাকে অনুশীলনে দেখে তবে তাকে খেলানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ।

ইউরোপের ক্লাব ফুটবলের আসরে চারশোর বেশি ম‍্যাচ খেলেছিলেন দাউদা । সেখানে ১৪০ ‘ এর অধিক গোল করেছিলেন । বিপক্ষের বক্সের কাছে বড্ডো ছটফটে এই ফুটবলার, বিপক্ষের ডিফেন্ডার’দের বিব্রত করতে দারুণ অভস্ত‍্য তিনি।এরফলে তার সতীর্থ দের অনেকটা সুবিধা হয় স্পেস পেতে ।এই ফরোয়ার্ডের দুই পা খুব সাবলীল । যা তাকে বাড়তি অ্যাডভান্টেজ দেয় ‌। আর এই বিষয়টাই দরকার মহামেডানের ডুরান্ড কাপের নক আউট পর্বে।