Teachers’ Day: শিক্ষক দিবসে ATK মোহনবাগান টুইট পোস্ট ঘিরে চাঞ্চল্য

ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ড: সর্বপল্লী রাধাকৃষ্ণণনের জন্মদিন ৫ আগস্ট। এ ই দিনটা ভারতে পালিত হয় শিক্ষক দিবস (Teachers’ Day) হিসেবে। এমন দিনে গুরু শিষ্যে অক্ষয়…

ATK-Mohunbagan

ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ড: সর্বপল্লী রাধাকৃষ্ণণনের জন্মদিন ৫ আগস্ট। এ ই দিনটা ভারতে পালিত হয় শিক্ষক দিবস (Teachers’ Day) হিসেবে। এমন দিনে গুরু শিষ্যে অক্ষয় এই সম্পর্ক সমাজ জীবনের সর্বস্তরে ছড়িয়ে। বাদ যায়নি ATK মোহনবাগান খেলোয়াড়রাও। নিজেদের হেডস্যার হুয়ান ফেরান্দোর প্রশিক্ষণে গত ইন্ডিয়ান সুপার লীগ (ISL) মরসুম এবং চলতি ২০২২-২৩ ফুটবল সেশনে প্রীতম কোটাল, শুভাশিস বোস,হুগো বৌমাসরা ঘাম ঝড়িয়ে চলেছে আসন্ন এএফসি ইন্টারজোনাল সেমিফাইনাল এবং ISL টাইটেলশিপ নিয়ে।

সোমবার ATK মোহনবাগান নিজেদের টুইটার হ্যান্ডেলে শিক্ষক দিবস নিয়ে টুইট পোস্ট করেছে। ওই টুইট হল,”শিক্ষক দিবসে, আমরা তাদের ধন্যবাদ জানাই যারা আমাদের ভবিষ্যতের দিকে অনুপ্রাণিত করেন এবং পথ দেখান। 💚♥️
#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon #TeachersDay ” বাগান ফুটবলার থেকে শুরু করে সবুজ মেরুন জনতা এখন কুয়ালালামপুর সিটি এফসি দলের বিরুদ্ধে এএফসি ইন্টারজোনাল সেমিফাইনাল ম্যাচ জয়ের পাশাপাশি ISL চ্যাম্পিয়ন হওয়ার বাসনাতে বিভোর। আর এই বাসনা স্বযত্নে লালন পালন করে চলেছে গত মরসুমে এফসি গোয়া থেকে আসা হেডকোচ হুয়ান ফেরান্দো।

   

আগামী ৭ সেপ্টেম্বর কুয়ালালামপুরের দলের বিরুদ্ধে ম্যাচ গঙ্গা পাড়ের ক্লাবের। গোটা মেরিনার্স ক্যাম্পের ফোকাস এই ম্যাচ নিয়ে। হাতে আসা এমন সুযোগ হাতছাড়া করতে নারাজ কিয়ান নাসিরিরা। চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ক্লাব ২০০৩ সালে আসিয়ান কাপ জয় করে ভারতীয় ফুটবল মহলে হইচই ফেলে দিয়েছিল।এই হট্টোগোলের কারিগর ছিলেন সদ্য প্রয়াত কোচ সুভাষ ভৌমিক। এবার স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দোর কাছেও সুযোগ লাল হলুদ ব্রিগেডের চোখে চোখ রেখে বলার আমরাও চ্যাম্পিয়ন হলাম বিদেশের ফুটবল টুর্নামেন্টে। যদিও দিল্লি অভি দূর হে… আগে জিততে হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে বুধবারের ম্যাচ,এরপর আরও হার্ডল আছে।

তবে টাইটেলশিপ জেতার দৌড়ে আলবাত আছে ATK মোহনবাগান। খেলা হবে হোম গ্রাউণ্ডে। হোম অ্যাডভান্টেজ বলে কথা। সবুজ মেরুন জনতা প্রিয় দলের জয় দেখতে কাতারে কাতারে যুবভারতীর বাকেট চেয়ার জুড়ে থাকবে,গলা ফাটাবে।এটাই হোম গ্রাউণ্ডে খেলার বাড়তি সুবিধা। প্রত্যাশার আকাশকুসুম চাপ নিয়েই কুয়ালালামপুর সিটি এফসির বিরুদ্ধে মাঠে নামতে মুখিয়ে বাগান ফুটবলারেরা।তার আগে শিক্ষক দিবসে সবুজ মেরুন ফুটবলারদের হেডস্যার হুয়ান ফেরান্দোর প্রতি অগাধ আস্থা রেখে বিনম্র শ্রদ্ধা প্রদর্শন বোঝাই যাচ্ছে লিস্টন কোলাসো, দীপক টাংরি,ফারদিন আলি মোল্লারা এখন কতটা কুয়ালালামপুর সিটি এফসি ম্যাচ ও আগত ISL টুর্নামেন্ট নিয়ে শুধুই সিরিয়াসই নয়,একরোখা একজেদি মানসিকতায় পুষ্ট তা হল জয়,জয়,জয়…