Emami East Bengal: ‘শিক্ষক দিবসে’ লাল-হলুদ জনতার নির্লজ্জতা টুইট পোস্ট ঘিরে

ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিন ৫ আগস্ট। এই দিনটা ভারত জুড়ে পালিত হয় ‘শিক্ষক দিবস’ হিসেবে। এই উপলক্ষ্যে ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal)…

Emami East Bengal

ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিন ৫ আগস্ট। এই দিনটা ভারত জুড়ে পালিত হয় ‘শিক্ষক দিবস’ হিসেবে। এই উপলক্ষ্যে ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal) টুইট পোস্ট করে এবং ওই টুইট পোস্টে হেডকোচ স্টিফেন কনস্ট্যানটাইনের সঙ্গে ২০২২-২৩ ফুটবল মরসুমে ডুরান্ড কাপ টুর্নামেন্টের ডার্বি ম্যাচে আত্মঘাতী গোলদাতা সুমিত পাসির ছবি পোস্ট করা হয়। আর এই টুইট পোস্ট হতেই লাল হলুদ সমর্থকরা নির্লজ্জতার চরম দৃষ্টান্তের পরিচর দেয় একের পর এক রিটুইট পোস্টের মাধ্যেমে।

সোমবার, ‘শিক্ষক দিবস’ উপলক্ষ্যে ইমামি ইস্টবেঙ্গল টুইট পোস্টটি হল,”
যারা কখনও আমাদের হাল ছেড়ে দেন না এবং আমাদের প্রতিদিন উন্নতি করতে সাহায্য করেন তাদের জন্য, #HappyTeachersDay! 🙏
#JoyEastBengal #EmamiEastBengal ” এই টুইট পোস্টের প্রতিক্রিয়াতে ইস্টবেঙ্গল সমর্থকদের রিটুইট পোস্টে রয়েছে QEBNA -chullu রিটুইট হল,”jangrar জাঙ্গিয়া লাগবে নাকি।”Suvadeep sen রিটুইট,”ছবি, ফ্যাক্ট এবং টিচার্স ডে এর পারফেক্ট সিঙ্ক!!”ASG রিটুইট পোস্ট,”দয়া করে পাসির বেশি প্রশংসা করে ফ্লুকসকে মহিমান্বিত করবেন না।”Sarthak Saha রিটুইট পোস্ট,”হাহাহাহা। দাদা

মনে হচ্ছে আপনি সত্যিই পসিকে পছন্দ করেন না 😝” arnab dasgupta রিটুইট পোস্ট,”আমি আশা করি জেনো প্রতিপক্ষের গোলপোস্ট গুলোকেই তাগেত করে”…প্রসঙ্গত, আবেগ কলকাতা ফুটবলের সম্পদ, আর এই আবেগের চূড়ান্ত প্রতিফলন ঘটে হাইভোল্টেজ ডার্বি ম্যাচ ঘিরে।

গত ২০২১-২২ ইন্ডিয়ান সুপার লীগ সেশনের ফিরতি ডার্বি ম্যাচে এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হ্যাটট্রিক করে রাতারাতি নায়ক বনে গিয়েছিলেন ATK মোহনবাগানের ফুটবলার জামশিদ নাসিরি পুত্র কিয়ান নাসিরি। আর চলতি ডুরান্ড কাপ ডার্বিতে সবুজ মেরুন ব্রিগেডের জালে বল না জড়িয়ে নিজের গোলপোস্টে বল জড়িয়ে রাতারাতি ভিলেন বনে গেলেন লাল হলুদ ফুটবলার সুমিত পাসি। উল্টোটা হতে পারতো, বিধি বাম! সেমসাইড গোল করে সুমিত পাসি এখন লাল হলুদ জনতার রুদ্র রোষে। সামাজিক মাধ্যম জুড়ে ট্রোলিংর শিকার হতে হচ্ছে পাসিকে। শিক্ষক দিবসেও লাল হলুদ জনতা নিজেদের আবেগ চেপে না রেখে নির্লজ্জতার চরম পরিচর দিলো ট্রোলিংকে হাতিয়ার করে,যা লাল হলুদ জনতার মধ্যযুগীয় বর্বরতার আর এক নমুনা। এর আগেও কলকাতা লীগে এরিয়ানের কাছে হার মেনে নিতে পারেনি ইস্টবেঙ্গল জনতা।নিজেদের ক্লাব মাঠে হেরে গিয়ে বৃটিশ কোচ ট্রেভর জেমস মর্গ্যানের শরীরে থুতু ছিটিয়ে দেওয়ার ঘটনা লাল হলুদ জনতার মধ্যযুগীয় বর্বরতার পুরনো অভ্যাস। শিক্ষক দিবসকে এইভাবে কলুষিত করতে এতটুকুও পিছপা নয় ইস্টবেঙ্গল সমর্থকরা।