Mohun Bagan SG: আইপিএলের মঞ্চ থেকে সবুজ-মেরুনকে বিশেষ সম্মান লখনউয়ের

আগামী ২০ মে ইডেনে কলকাতা বনাম লখনউ ম্যাচে ঠিক এমনই ঘটনার সাক্ষী থাকতে চলেছে সকলে। যেখানে কলকাতা তথা ভারতের অন্যতম প্রধান ক্লাব মোহনবাগানের (Mohun Bagan SG) জার্সি পড়ে মাঠে নামবে গোটা দল। কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত?

Mohun Bagan SG Receives Special Recognition from Lucknow during IPL

এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দেখা মিলতে চলেছে চেনা পরিচিত সবুজ-মেরুন জার্সি। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এবার ফুটবল টিমের জার্সি পড়ে মাঠে নামতে চলেছে আইপিএলের জনপ্রিয় ক্রিকেট দল লখনউ সুপার জায়ান্টস।

আগামী ২০ মে ইডেনে কলকাতা বনাম লখনউ ম্যাচে ঠিক এমনই ঘটনার সাক্ষী থাকতে চলেছে সকলে। যেখানে কলকাতা তথা ভারতের অন্যতম প্রধান ক্লাব মোহনবাগানের (Mohun Bagan SG) জার্সি পড়ে মাঠে নামবে গোটা দল। কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত?

   

আসলে বর্তমান সময়ে লখনউ সুপারজায়ান্টস ও মোহনবাগান এই দুই দলেরই প্রধান কর্তা সঞ্জীব গোয়েঙ্কা। চলতি বছরের আইপিএলে একটু পিছিয়ে পড়লেও এবার আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে তার দল। সেজন্য বাংলার এই ফুটবল ক্লাবের প্রতি সম্মান জানিয়ে এই নয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের তরফে।

সেইমতো আজ কিছু ঘন্টা আগেই কলকাতার অফিস থেকে প্রকাশ করা হল লখনউ সুপারজায়ান্ট সেই জার্সি। সেই অনুষ্ঠানেই আজ উপস্থিত ছিলেন লখনউ অধিনায়ক ক্রনাল পান্ডিয়া ও তারকা ক্রিকেটার নিকোলাস পুরান। আগামী শনিবার এই জার্সি পড়েই ইডেন গার্ডেন্সে খেলতে নামবে গোটা দল।