East Bengal: মশালবাহিনী থেকে একাধিক ফুটবলারকে ছিনিয়ে নিতে চায় ওডিশা

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এবার ওডিশা এফসির দায়িত্ব নেওয়ার মাধ্যমে আইএসএলে ফিরে এলেন স্প্যানিশ কোচ সার্জিও লোবেরা। গতকাল ঠিক এমনই আপডেট উঠে এসেছে ওডিশা এফসির ফেসবুক পেজ থেকে। চিনের সিচুয়ান এফসির দায়িত্ব ছাড়ার পর গত কয়েক মাস ধরে ওডিশার পাশাপাশি ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)

Emami East Bengal Club Players in Action

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এবার ওডিশা এফসির দায়িত্ব নেওয়ার মাধ্যমে আইএসএলে ফিরে এলেন স্প্যানিশ কোচ সার্জিও লোবেরা। গতকাল ঠিক এমনই আপডেট উঠে এসেছে ওডিশা এফসির ফেসবুক পেজ থেকে। চিনের সিচুয়ান এফসির দায়িত্ব ছাড়ার পর গত কয়েক মাস ধরে ওডিশার পাশাপাশি ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ও উরুগুয়ের মন্টেভিডিও টর্কের সঙ্গে কথাবার্তা চালাচ্ছিলেন এই স্প্যানিশ কোচ।

এক্ষেত্রে ইমামি ইস্টবেঙ্গলের সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত হয়ে গেলেও শেষ পর্যন্ত ঘুরিয়ে না করে দেন তিনি। যারফলে, পরবর্তীতে কার্লোস কুয়াদ্রাত কে দেওয়া হয় দলের দায়িত্ব। অন্যদিকে বহু অপেক্ষার শেষে গতকাল ওডিশার তরফ থেকে জানিয়ে দেওয়া হয় লোবেরার আসার কথা।

বলতে গেলে ইস্টবেঙ্গলের হাত থেকে একপ্রকার ছিনিয়ে নিল ওডিশা। তবে সেখানেই শেষ নয়। লোবেরা কে দলের কোচ হিসেবে নিযুক্ত করার পর থেকেই লাল-হলুদের নজরে থাকা একাধিক ফুটবলার কে নিজেদের দলে টানতে মরিয়া ওডিশা এফসি। যাদের মধ্যে রয়েছেন মরোক্কান তারকা আহমেদ জাহু ও মুম্বাই সিটির প্রাক্তন ফুটবলার মুর্তাজা ফল। এছাড়াও তার কোচিংয়ে মুম্বাই সিটিতে খেলে যাওয়া তারকা এডু গার্সিয়া কে ও আনতে চাইছেন আইএসএল জয়ী এই কোচ।

এছাড়াও ওডিশা এফসির দেশীয় ব্রিগেড কে শক্তিশালী করতে মন্দাররাও দেশাই ও লেনি রড্রিগেজের মতো খেলোয়াড়দের দলে টানতে চাইছে ওডিশা। সেইসাথে দলে থেকে যাচ্ছেন শেষ আইএসএলের টপ স্কোরার দিয়াগো মরিসিও। যারফলে, যথেষ্ট শক্তিশালী দল গঠন করছে ওডিশা এফসি। এবার আইএসএলে তেমন কিছু না করতে পারলেও এবারের সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে জগন্নাথের এই রাজ্য। যারফলে, সুপার কাপ খেলার ছাড়পত্র মিলেছে অতিসহজেই। সেজন্য, এখন থেকেই শক্তিশালী দল তৈরি করতে বধ্য পরিকর ওডিশা ম্যানেজমেন্ট।