Mohammedan SC : শহরে এসেই অনুশীলন নেমে পড়লেন দাউদা

Mohammedan SC footballer Dauda

সোমবার সকালে এসে হাজির হয়েছেন মহামেডানের (Mohammedan SC) পঞ্চম বিদেশি ফুটবলার দাউদা। কলকাতায় এসে খুব বেশি একটা সময় নষ্ট করলেন না । দুপুরেই চলে এলেন অনুশীলনে ।

Advertisements

ডুরান্ড কাপ শুরু’র আগের থেকে নাইজেরিয়ার এই বিদেশি ফুটবলার’কে রেজিস্ট্রেশন করিয়ে রেখেছিলো মহামেডান স্পোর্টিং । তাই ডুরান্ডের বাকি ম‍্যাচ গুলো’তে তাকে খেলাতে কোনও সমস্যা হওয়ার কথা নয় সাদা কালো ব্রিগেডের কোচ চেরনিশভের । তবে এক্ষেত্রে সংশ্লিষ্ট ফুটবলারের ফিটনেস খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে ।

বর্তমানে ডুরান্ড কাপে কলকাতার প্রতিনিধি হিসেবে একমাত্র ক্লাব হিসেবে রয়েছে মহামেডান স্পোর্টিং । আগামী ৯ ই সেপ্টেম্বর সাদা কালো ব্রিগেড মুখোমুখি হতে চলেছে কেরালা ব্লাস্টার্স । তার আগে ক্লাবে আগত নয়া বিদেশি ফুটবলার’কে ম‍্যাচ ফিট করে তোলার চেষ্টা করছে সাদা কালো ব্রিগেড ।আগামী দুই দিন তাকে অনুশীলনে দেখে তবে তাকে খেলানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ।

Advertisements

ইউরোপের ক্লাব ফুটবলের আসরে চারশোর বেশি ম‍্যাচ খেলেছিলেন দাউদা । সেখানে ১৪০ ‘ এর অধিক গোল করেছিলেন । বিপক্ষের বক্সের কাছে বড্ডো ছটফটে এই ফুটবলার, বিপক্ষের ডিফেন্ডার’দের বিব্রত করতে দারুণ অভস্ত‍্য তিনি।এরফলে তার সতীর্থ দের অনেকটা সুবিধা হয় স্পেস পেতে ।এই ফরোয়ার্ডের দুই পা খুব সাবলীল । যা তাকে বাড়তি অ্যাডভান্টেজ দেয় ‌। আর এই বিষয়টাই দরকার মহামেডানের ডুরান্ড কাপের নক আউট পর্বে।