Friday, December 1, 2023
HomeSports Newsডায়মন্ডহারবার এফসিকে হারিয়ে লিগ জয়ের আরও কাছে মহামেডান

ডায়মন্ডহারবার এফসিকে হারিয়ে লিগ জয়ের আরও কাছে মহামেডান

গতবারের মতো এবারের কলকাতা লিগেও যথেষ্ট ছন্দে রয়েছে সাদা-কালো (Mohammedan Sporting Club) ব্রিগেড। গ্রুপ লিগের ম্যাচ থেকে শুরু করে সুপার সিক্সের লড়াইয়ে এখনো পর্যন্ত দাপিয়ে বেড়াচ্ছে ময়দানের আরেক প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাব। গ্রুপ ম্যাচের লড়াইয়ে মহামেডান স্পোর্টিং ক্লাব কিবু ভিকুনার ডায়মন্ডহারবার এফসির কাছে পরাজিত হলেও এবার সুপার সিক্সে তার বদলা নিল সাদা-কালো ব্রিগেড। নির্ধারিত সময়ের শেষে ২-০ গোলের ব্যবধানে সেই ম্যাচ জিতে নিল রেডরোডের এই ফুটবল ক্লাব। যারফলে, এবারের কলকাতা লিগ জয়ের আরও কাছে পৌঁছে গেল সাদা-কালো ব্রিগেড।

   

আজকের এই ম্যাচে যে ফ্রি-টিকিট থাকবে সেকথা জানানো হয়েছিল গতকালই। তাই আজ অনেক আগে থেকেই ম্যাচের টিকিট সংগ্ৰহ করার উন্মাদনা দেখা দিয়েছিল প্রবলভাবে। যারফলে, অনায়াসেই শেষ হয়ে যায় ম্যাচের ৫ হাজার টিকিট। উল্লেখ্য, গত মিনি ডার্বিতে সাদা-কালো তারকা ডেভিডের পারফরম্যান্সের দিকে নজর রেখে বাড়তি ডিফেন্ডার রাখা হলেও কাজে আসেনি সেই পরিকল্পনা। পাশাপাশি চোটের কারনে ডায়মন্ডহারবার এফসির তারকা ফুটবলার সুপ্রিয় পন্ডিত মাঠের বাইরে যেতেই যেন বাড়তি অক্সিজেন পেয়ে যায় চেরনিশভের ছেলেরা।

দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটের মাথায় দলের হয়ে প্রথম গোল তুলে নেয় মহামেডান। গোলদাতা লাল-হলুদের প্রাক্তন তারকা আঙ্গুসানা। যারফলে, ১-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় মহামেডান। তারপর ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে দলের ব্যবধান বাড়ান ডেভিড। নির্ধারিত সময়ের শেষে সেই ২-০ গোলেই ম্যাচ জিতে নেয় মহামেডান স্পোর্টিং ক্লাব।

Latest News