TMC: অভিষেকের নির্দেশে মোদীর কাছে ৫০ লক্ষ চিঠি পাঠাচ্ছে তৃণমূল

কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ। বঞ্চিতদের লেখা পঞ্চাশ লক্ষ চিঠি পাঠানো হচ্ছে প্রধানমন্ত্রীর কাছে। নবজোয়ার চলাকালীন সময় TMC সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার বলেছিলেন যে, আবার যোজনার…

কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ। বঞ্চিতদের লেখা পঞ্চাশ লক্ষ চিঠি পাঠানো হচ্ছে প্রধানমন্ত্রীর কাছে। নবজোয়ার চলাকালীন সময় TMC সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার বলেছিলেন যে, আবার যোজনার টাকার দাবিতে তিনি বঞ্চিতদের নিয়ে দিল্লি যাবেন। সে ক্ষেত্রে একুশে জুলাই যে কর্মসূচির ঘোষণা করা হয়েছিল, যে বঞ্চিতদের নিয়ে গিয়েই এই ধর্না কর্মসূচি করা হবে। তবে অনুমতি জনিত কারণে সকলকে নিয়ে গিয়ে ধর্না করা সম্ভব হচ্ছে না।

এক্ষেত্রে দাঁড়িয়ে ঠিক করা হয়েছিল যে চিঠি যেমন নেওয়া হচ্ছিল তেমন চিঠি দিল্লিতে পৌঁছানোর ব্যবস্থা করা হবে। এখন শুধুমাত্র ৫০ লক্ষ চিঠি দিল্লিতে যাচ্ছে। যেসব ১০০ দিনের কাজে বঞ্চিতরা রয়েছে এ চিঠি তাদের। এর সঙ্গে যারা আবাসের টাকা পাননি। তাদের টাকার দাবিতে প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রীর কাছে যাবে চিঠি।

   

কেন্দ্রীয় বঞ্চনার দাবিতে এক্স হ্যান্ডেলে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ” বাংলার জনগণের উপর যে কোনও অন্যায় অবিচারের বিরুদ্ধে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। আমরা যে কোনও চ্যালেঞ্জ মোকাবিলা করি না কেন। আমরা অত্যাচারী শক্তির বিরুদ্ধে মোকাবেলা করব”।

দিল্লির আন্দোলনের কর্মসূচির জেরে ইতি মধ্যেই তোড়জোড় শুরু হয়েছে বাংলায়। আগামীকাল কিংবা পরশুদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যসভার বৈঠক করবেন। তার আগে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত হুঁশিয়ারি দিয়েছেন। কেন্দ্র যতই অত্যাচার করুক বাংলার মানুষের প্রতিবাদ সরব থাকবে।