Dengue: ডেঙ্গুর ভয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ক্লাস বন্ধের পরিকল্পনা

কলকাতা কাঁপছে (Dengue) ডেঙ্গু জ্বরে। বাড়ছে মৃত্যু। পুরসভার পক্ষ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু পরিস্থিতি খতিয়ে দেখা হয়। এই বিশ্ববিদ্যালয় চত্বরে ডেঙ্গু একটি উদ্বেগ সৃষ্টি করেছে।…

কলকাতা কাঁপছে (Dengue) ডেঙ্গু জ্বরে। বাড়ছে মৃত্যু। পুরসভার পক্ষ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু পরিস্থিতি খতিয়ে দেখা হয়। এই বিশ্ববিদ্যালয় চত্বরে ডেঙ্গু একটি উদ্বেগ সৃষ্টি করেছে। তারপরে সিদ্ধান্ত হয় অনলাইন মোডে পড়াশোনা করানো হবে। প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে বহু ছাত্র-ছাত্রীরা আসেন সে ক্ষেত্রে ইন্টারনেট কানেকশনের সমস্যা হতে পারে তাই এই বিষয়টি বর্তমানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বেশ ভাবাচ্ছে।

হোস্টেলের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আলোচনার সম্ভাবনা। কয়েক দিনের জন্য হোস্টেল খালি করা যাবে কিনা সে বিষয়ে আলোচনার সম্ভাবনাও রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডেঙ্গু সম্ভাবনা বেড়েই চলেছে তাই হোস্টেল খালি করে অনলাইন মোডে ক্লাস করানো যাবে কিনা। অন্তত পুজো পর্যন্ত তা বহাল রাখা যাবে কিনা এ বিষয়ে নিয়ে কথাবার্তা হওয়ার সম্ভাবনা।

ডেঙ্গুর জেরে অনলাইন ক্লাস করানো নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন, এখন হোস্টেলে যদি স্টুডেন্টরা না থাকে তাহলে ভালো হয়। কারণ আমাদের সেই পরিমাণে পরিকাঠামোগত নেই। তাই কিছু কিছু ছাত্ররা বাড়ি থেকে করবে আবার যারা অনলাইনে করতে পারবেনা সে ক্ষেত্রে হাইব্রিড মোডে যদি করানো হয়। সে ক্ষেত্রে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে”।

যাদবপুরের এক্সিকিউটিভ কমিটি অপরদিকে স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক। যেখানে উপস্থিত থাকছেন অধ্যাপক সহ পড়ুয়ারাও। এর আগে ফেব্রুয়ারি মাসে বৈঠক হয়। প্রতিমাসে বৈঠক হওয়ার কথা থাকলেও ফেব্রুয়ারি মাসের পর থেকে এই বৈঠক হয়নি। দীর্ঘ সাত মাস পর ফের এই বৈঠক। মূলত ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

জানা যাচ্ছে, শিক্ষার্থীদের তরফ থেকে একাধিক ডেপুটেশন জমা পড়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করা হবে। এছাড়াও গতকাল ইউজিসি, যাদবপুর বিশ্ববিদ্যালয়কে যে চিঠি দিয়েছে সেই চিঠির পরিপ্রেক্ষিতে একটি আলোচনা করা হবে। এছাড়াও তদন্ত কমিটির যে রিপোর্ট সেটা সাবমিট করতে হবে। এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যে নতুন নিয়ম পাস হয়েছে চার বছরের আন্ডার গ্রাজুয়েট কোর্স। তা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে। তবে ইসি থেকে পুরোপুরি ছাড় না পাওয়া পর্যন্ত সম্পূর্ণভাবে চালু করা যায় না। এই বিষয় নিয়েও আলোচনা হবে এবং দ্রুত একটি পাস করানোর ব্যবস্থা করা হবে। প্রায় আশিটির উপর এজেন্ডা আজ রয়েছে।