Calcutta League: সার্দান সমিতির বিপক্ষে বড় ব্যবধানে জয় সাদা-কালো ব্রিগেডের

আবার জয়। প্রিমিয়ার ডিভিশন লিগের (Calcutta League) গত ম্যাচে এফসিআই দলকে হারিয়েছিল মহামেডান (Mohammedan SC)। সেই জয়ের ধারা ফের বজায় রাখল সাদা-কালো ব্রিগেড।

Jaan Jaan Mohammedan

আবার জয়। প্রিমিয়ার ডিভিশন লিগের (Calcutta League) গত ম্যাচে এফসিআই দলকে হারিয়েছিল মহামেডান (Mohammedan SC)। সেই জয়ের ধারা ফের বজায় রাখল সাদা-কালো ব্রিগেড। নির্ধারিত সূচি অনুসারে আজ বারাকপুর স্টেডিয়ামে সার্দান সমিতির মুখোমুখি হয়েছিল ময়দানের এই তৃতীয় প্রধান। নির্ধারিত সময়ের শেষে ২-০ গোলের ব্যবধানে সেই ম্যাচ জিতে নিল মেহরাজউদ্দিন ওয়াডুর ছেলেরা। দলের হয়ে গোল করেন যথাক্রমে অভিজিৎ সরকার, ডেভিড লালানসাংগা। আজকের এই জয়ের ফলে অনেকটাই আত্মবিশ্বাসী হয়ে উঠল ব্ল্যাক প্যান্থার্সরা।

গত কয়েক ম্যাচে টানা জয় পাওয়ার ফলে আজ শুরু থেকেই যথেষ্ট চনমনে মেজাজে ধরা দিয়েছে সাদা-কালো দলের ফুটবলার। তাই প্রথম থেকেই প্রতিপক্ষের খেলোয়াড়দের পা থেকে বল ছিনিয়ে নিয়ে আক্রমণ শুরু করে দেয় মহামেডান। বলা যায়, প্রথম থেকেই একেবারে আক্রমণ ও প্রতি আক্রমণে সরগরম হয়ে ওঠে বারাকপুর স্টেডিয়াম।

তাই গোল ও এসে যায় খুব সহজেই। ম্যাচের ঠিক ১৫ মিনিটের মাথাতেই প্রতিপক্ষের রক্ষন ভেদ করে বল গোলে ঠেলে দেন অভিজিৎ। যারফলে, ১-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় দল। এরপর কিছুটা সময় দুই দলের তরফ থেকে রক্ষনাত্মক ফুটবল দেখা গেলেও প্রথমার্ধের শেষের দিকে অর্থাৎ ৩৭ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করে আসেন ডেভিড।

এরফলে, ২-০ গোলে এগিয়ে যায় সাদা-কালো শিবির। এই ফলাফল নিয়েই শেষ হয় ম্যাচের প্রথমার্ধের খেলা। তবে দ্বিতীয়ার্ধ শুরু হতেই চাপ বাড়াতে থাকে সার্দান সমিতির খেলোয়াড়রা। গোলের সুযোগ ও একাধিকবার চলে আসে তাদের কাছে। কিন্তু তা কাজে লাগানো সম্ভব হয়নি প্রতিপক্ষের ফুটবলারদের পক্ষে। তবে সুযোগ বুঝে গোল করে দলের ব্যবধান বাড়ানোর পরিকল্পনা থাকলেও তা করতে ব্যর্থ থাকেন দীপু। তাই নির্ধারিত সময়ের শেষে ২ গোলেই ম্যাচ জিতে নেয় মহামেডান।