Tripura: রাজা বেপাত্তা! ত্রিপুরায় নাটকীয় মোড়, বিজেপির বিরুদ্ধে বাম প্রার্থীকেই জোট সমর্থন

ত্রিপুরা (Tripura) বিধানসভার দুটি আসনের উপনির্বাচনে নাটকীয় মোড়। প্রধান বিরোধী দল তিপ্রা মথা ভোট থেকে সরে দাঁড়াল। বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা জানিয়েছেন উপনির্বাচনের দুটি আসনে…

ত্রিপুরা (Tripura) বিধানসভার দুটি আসনের উপনির্বাচনে নাটকীয় মোড়। প্রধান বিরোধী দল তিপ্রা মথা ভোট থেকে সরে দাঁড়াল। বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা জানিয়েছেন উপনির্বাচনের দুটি আসনে তারা প্রার্থী দেবেন না। একইভাবে প্রদেশ কংগ্রেসও ভোটে লড়বে না বলেই জানিয়েছে। ফলে উপনির্বাচনে শাসক বিজেপি বনাম সিপিআইএমের মূল লড়াই। যে দুটি আসনে ভোট হচ্ছে তার একটিতে গত নির্বাচনে সিপিআইএম ও অন্যটিতে বিজেপি জয়ী হয়েছিল।

রাজ্যের বক্সনগর কেন্দ্রের সিপিআইএম বিধায়ক শামসুল হক প্রয়াত হন। আর ধনপুর কেন্দ্রে বিজেপির বিধায় প্রতিমা ভৌমিক পদত্যাগ করেন। ফলে দুটি আসনে উপনির্বাচন হচ্ছে। ধনপুরে দু দশকের বেশি বাম শিবিরের জয় হলেও এবার এই আসনটিতে বিজেপি জয়ী হয়েছিল। ধনপুর থেকে কুড়ি বছরের বেশি বিধায়ক ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সিপিআইএম পলিটব্যুরো সদস্য মানিক সরকার। তিনি গত নির্বাচনে আগে সংসদীয় রাজনীতি থেকে অবসর নিয়েছেন।

২০১৮ সালে ত্রিপুরায় টানা ২৫ বছরের বাম জমানার পতন হয়। বিজেপি সরকার গড়ে। সিপিআইএম ছিল বিরোধী দল। ২০২৩ এর ভোটে বিজেপি সরকার ধরে রেখেছে। তবে প্রধান বিরোধী দল হয়েছে তিপ্রা মথা। এদিকে নির্বাচন পরবর্তী সময়ে মথা দলের প্রধান নেতা রাজা প্রদ্যোত দেববর্মণ নিষ্ক্রিয়। তিনি বর্তমানে কোথায় তা জানা নেই দলের নেতাদের। রাজা বিহীন মথা দল উপনির্বাচনে নামছে না।

উপনির্বাচনে বিজেপি বনাম সিপিআইএমের সরাসরি লড়াই হতে চলেছে দু়ই দল তাদের প্রার্থী ঘোষণা করেছে। তবে তিপ্রা মথা ও কংগ্রেস ভোটে না থেকে বাম শিবিরকে সমর্থন করছে বলেই আগরতলার রাজনীতিতে আলোচনা।

শাসক দল বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য জানান, দুটি কেন্দ্রেই দল লড়াই করবে। তিনি বলেছেন বিজেপির জয় নিশ্চিত।

বিরোধী দলনেতা অনিমেশ দেববর্মা বলেছেন, বিরোধী ভোট যদি ভাগ হয় তবে তাতে শাসক দলের সুবিধা হবে। তাছাড়া নির্বাচনে লড়াই করার জন্য বিভিন্ন প্রস্তুতি দরকার পড়ে, লোক বল প্রয়োজন। আমরা লড়ছি না।

সিপিআইএম রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরী জানান, কংগ্রেস ও মথার সমর্থন পাব। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা জানিয়েছেন, আমরা কোন ভাবে চাই না  যাতে বিজেপি বিরোধী ভোট দুর্বল হোক।