এবার সৃষ্টি হল ইতিহাস। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে আইলিগ জয় করলো মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। যা পরিসংখ্যান অনুযায়ী দেখলে অনেক আগে থেকেই টুর্নামেন্টের বাকি দলগুলির থেকে এগিয়েছিল সাদা-কালো ব্রিগেড। টুর্নামেন্টে শুধুমাত্র একটি ম্যাচ ছাড়া প্রত্যেকটি ক্ষেত্রেই সাফল্য এসেছে তাদের।
যারফলে, শেষ পর্যন্ত বাকি দুই ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট সংগ্রহ করতে পারলেই খেতাব জয় নিশ্চিত ছিল তাদের। সেইমতো আজ সন্ধ্যায় শিলং লাজং এফসির বিপক্ষে খেলতে নেমেছিল ব্ল্যাক প্যান্থার্সরা। নির্ধারিত সময় শেষে ২-১ গোলের ব্যবধানে সুনিশ্চিত করে ফেলে মহামেডান। দলের হয়ে গোল করেন অ্যালেক্সিস গোমেজ এবং কোজলভ। এই জয়ের সুবাদে এক ম্যাচ বাকি থাকতেই এবার আইলিগ জিতে নিল কলকাতা ময়দানের এই তৃতীয় প্রধান।
যা নিয়ে খুশির আমেজ দেখা দিয়েছে সমর্থকদের মধ্যে। পূর্বেও এই খেতাব জয় সুযোগ এসেছিল তাদের কাছে। কিন্তু শেষ পর্যন্ত সাফল্য আসেনি। তবে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ছিল দেশের শতাব্দী প্রাচীন এই ফুটবল ক্লাব। সেটাই হলো এবার। রাশিয়ান কোচ আন্দ্রে চেরনিশভের হাত ধরে নয়া ইতিহাস সৃষ্টি করল মহামেডান স্পোর্টিং ক্লাব। এবার লড়াই আরো বড়।
আগামী মরশুম থেকে এবার ইন্ডিয়ান সুপার লিগে লড়াই করতে দেখা যাবে মহামেডান স্পোর্টিং ক্লাবকে। এখন সেই দিকেই নজর সকলের। উল্লেখ্য, আজ লাজং ম্যাচ থেকে ১পয়েন্ট তুলতে পারলেই খেতাব নিশ্চিত ছিল ডেভিডদের। তবে পুরো পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ার কথা শোনা গিয়েছিল দলের হেড কোচের তরফ থেকে।
সেটাই হলো এবার। প্রথমার্ধের শেষে ১-১ গোলের অমীমাংসিত ফলাফল থাকলেও দ্বিতীয়ার্ধ থেকেই চাপ বাড়াতে আদিঙ্গরা। সেখান থেকেই ৬২ মিনিটের মাথায় আসে দ্বিতীয় গোল। ব্যবধান বাড়িয়ে দলকে এগিয়ে দেন ইভজেনি কোজলভ। তারপর আর ম্যাচে ফিরে আসা সম্ভব হয়নি প্রতিপক্ষ ফুটবল দলের। বর্তমানে, দলের সাফল্যে মাতোয়ারা আপামর সাদা-কালো জনতা।