Mohun Bagan: দিমিত্রির করা গোলে পাঞ্জাব বধ সবুজ-মেরুনের

চেন্নাইন ম্যাচের হতাশা ভুলে এবার ছন্দে ফিরলো মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ জওহরলাল নেহেরু স্টেডিয়ামে আইএসএলের অন্যতম নতুন দল পাঞ্জাব এফসির…

Dimitri Petratos Secures Victory as Mohun Bagan

চেন্নাইন ম্যাচের হতাশা ভুলে এবার ছন্দে ফিরলো মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ জওহরলাল নেহেরু স্টেডিয়ামে আইএসএলের অন্যতম নতুন দল পাঞ্জাব এফসির মুখোমুখি হয়েছিল শুভাশিসরা। পুরো সময়ের শেষে ১-০ গোলের ব্যবধানে জয় সুনিশ্চিত করেছে সবুজ-মেরুন ব্রিগেড।‌ দলের হয়ে একটি মাত্র গোল করেন অজি তারকা দিমিত্রি পেত্রাতোস।

এই জয়ের ফলে এবারের ইন্ডিয়ান সুপার লিগের লিগশিল্ড জয়ের আশা এখনো জিইয়ে রাখল অ্যান্তোনিও লোপেজ হাবাসের ছেলেরা। হাতে এখনো দুইটি ম্যাচ। একটি সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসির বিপক্ষে, অন্যটি এই টুর্নামেন্টের সর্বোচ্চ শক্তিশালী দল মুম্বাই সিটি এফসির বিপক্ষে।

আসন্ন এই দুটি ম্যাচের দিকেই এখন নজর সকলের। এই দুইটি ম্যাচ জিততে পারলে অনায়াসেই লিগশিল্ড ঘরে চলে আসবে মোহনবাগানের। সেই সাথে এএফসি চ্যাম্পিয়নস লিগে খেলার ছাড়পত্র উঠে আসবে তাদের হাতে। তাই বাকি দুই ম্যাচ জিততে বদ্ধপরিকর জনি কাউকো’রা। ওয়েন কোয়েলের দলের বিপক্ষে পরাজিত হওয়ার পর পাঞ্জাব ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা ছিল মেরিনার্সদের। সেটাই হয়েছে এবার। তবে ম্যাচের শুরু থেকে হাড্ডাহাড্ডি লড়াই দেখা দিয়েছিল দুই দলের মধ্যে। একাধিকবার গোলের মুখ খোলার সুযোগ চলে এসেছিল উভয় দলের ফুটবলারদের কাছে। ‌ কিন্তু কিছুতেই তা ফিনিশ করা সম্ভব হয়নি।

তবে প্রথমার্ধের শেষের দিকে অজি তারকা দিমিত্রি পেত্রাতোসের দুরন্ত গোলে এগিয়ে যায় গতবারের আইএসএল জয়ীরা। প্রথমার্ধের শেষে সেই ব্যবধানে এগিয়ে ছিল দল। পরবর্তীতে গোলের মুখ খোলা আর সম্ভব হয়নি কারুর পক্ষে। আজকের এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসলো মোহনবাগান সুপারজায়ান্টস।‌