Kerala Blasters: পঞ্জাবের দাপুটে মিডফিল্ডারকে দলে টানছে কেরালা, চিনে নিন

সেপ্টেম্বরের আইএসএল মরশুমের কথা মাথায় রেখে গত সুপার কাপের পর থেকেই দল গঠনের কাজে নেমে পড়ে প্রত্যেকটি ফুটবল ক্লাব। বাদ যায়নি কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters ) দল।

Freddy Lallawmawma

সেপ্টেম্বরের আইএসএল মরশুমের কথা মাথায় রেখে গত সুপার কাপের পর থেকেই দল গঠনের কাজে নেমে পড়ে প্রত্যেকটি ফুটবল ক্লাব। বাদ যায়নি কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters ) দল। সেইমতো দল বদলের বাজারে সকলকে চমকে দিয়ে প্রথমেই বেঙ্গালুরু এফসি দলের অন্যতম তারকা ফুটবলার প্রবীর দাসকে দলে টেনে নেয় দক্ষিণের এই ফুটবল ক্লাব।

শেষ আইএসএল সিজনে তাদের প্রতিপক্ষ বেঙ্গালুরু দলের হয়ে খেললেও এই নতুন মরশুমে কেরালার জার্সিতে খেলবেন তিনি। কিছুটা সময় পর এটিকে মোহনবাগান দলের অধিনায়ক প্রীতম কোটালকে ও সোয়াপ ডিলের মাধ্যমে দলে টেনে নেয় কেরালা ব্লাস্টার্স। তার বদলে সাহাল আবদুল সামাদকে ছাড়তে হয় গতবারের এই আইএসএল জয়ী দলে। যা আরো বড় চমক। সেখানেই শেষ নয়, গত কয়েকদিন আগেই জামশেদপুর এফসি থেকে ইশান পন্ডিতাকে ছিনিয়ে নেয় কেরালা ব্লাস্টার্স। যা হতবাক করে সকলকে।

পাশাপাশি বিদেশি নির্বাচনের ক্ষেত্রে ও যথেষ্ট চমক দিচ্ছে কেরল ম্যানেজমেন্ট। গত কয়েকদিন আগেই মিলোসকে দলের সাথে যুক্ত করে আইএসএলের এই দাপুটে দল। তারপর সময় যত এগিয়েছে দীর্ঘ হয়েছে সেই তালিকা। যার মধ্যে কয়েকদিন আগেই আসেন ব্রুস কামাউ। আইভরি কোস্টে যথেষ্ট সফল থেকেছেন তিনি। এসবের মাঝেই এবার ফের দেশিয় প্রতিভাবান ফুটবলারের দিকে নজর পড়ে কেরালা ব্লাস্টার্সের। দলের কোচ ইভান ভুকোমানোভিচের কথা মতো এবার আইলিগ জয়ী দল পাঞ্জাব এফসি থেকে এক প্রতিভাবানকে দলে টানে দক্ষিণের এই ফুটবল ক্লাব।

তিনি ফ্রেডি লালাওমাওমা। গত মরশুমে পাঞ্জাব দলের হয়ে আইলিগ খেললেও এবার কেরালার সঙ্গে চুক্তিবদ্ধ হতে চলেছেন এই মিডফিল্ডার। তবে তার পজিশনে এবার এই দলে রয়েছে জিকসন সিং ও ভিবিন মোহানান। তবে আইয়ুষের মতো ফুটবলার দল থেকে চলে যাওয়ার পর ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খুব একটা অপশন ছিলনা কেরালা দলের। তবে এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন ফ্রেডি। এই প্রসঙ্গে পাঞ্জাবের হয়ে আইলিগ জেতা এই তারকা বলেন, “আমাকে এমন সুযোগ দেওয়ার জন্য কেরালা দলের কাজে আমি কৃতজ্ঞ। কেরালা ব্লাস্টার্স গোটা দেশের অন্যতম বড় ক্লাব গুলির একটি। আমি এই দলের জার্সিতে সর্বদা নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।”