সুদেবা দিল্লির তরুণ ফুটবলারকে এবার দলে টানছে নর্থইস্ট ইউনাইটেড

নতুন ফুটবল মরশুমে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে বহু আগে থেকেই দল গঠনের কাজকর্ম প্রায় সমাপ্ত করে নিজেদের প্রি সিজেন শুরু করে দিয়েছে ক্লাব গুলি। এছাড়াও ডুরান্ড কাপের মতো ঐতিহ্যবাহী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দলকে ঝালিয়ে নিচ্ছে সকলে। এ

Danny Meitei

নতুন ফুটবল মরশুমে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে বহু আগে থেকেই দল গঠনের কাজকর্ম প্রায় সমাপ্ত করে নিজেদের প্রি সিজেন শুরু করে দিয়েছে ক্লাব গুলি। এছাড়াও ডুরান্ড কাপের মতো ঐতিহ্যবাহী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দলকে ঝালিয়ে নিচ্ছে সকলে। এবারের এই ফুটবল টুর্নামেন্ট শুরু থেকেই অপরাজিত ছিল নর্থইস্ট ইউনাইটেড।

তবে গত পড়শু ইমামি ইস্টবেঙ্গল দলের কাছে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয় পেদ্রো বেনোলিকের ছেলেদের। তবে সেই হতাশা কাটিয়ে আসন্ন আইএসএল মরশুমে এখন ঘুরে দাঁড়ানো একমাত্র লক্ষ্য এই ফুটবল ক্লাবের। সেজন্য নয়া স্প্যানিশ কোচের কথা মতো একাধিক ফুটবলারদের আনা হয় এই ফুটবল দলে।

   

পাশাপাশি মন্দার তামহানের যুক্ত হওয়ার পর থেকে নয়া প্রতিভাবান ফুটবলারদের তুলে আনার ক্ষেত্রে যেন বাড়তি গুরুত্ব দিতে দেখা যায় হিরো আইএসএলের এই ফুটবল দলকে। এক্ষেত্রে মুকুল পানোয়ার থেকে শুরু করে ফাল্গুনীর মতো ফুটবলারদের যেমন এবার দলের সঙ্গে যুক্ত করা হয় ঠিক তেমনই দলের পারফরম্যান্সের কথা মাথায় রেখে রিলিজ করে দেওয়া হয় একাধিক ফুটবলারদের।

গতকাল দল থেকে রিলিজ করা হয় দিপু মির্ধা ও জেস্টিন জর্জের মতো ফুটবলারদের। গত কয়েক মরশুমে এই দলের জার্সিতে থাকলেও নামের প্রতি খুব একটা সুবিচার করতে পারেননি তাদের কেউ। যারফলে, এবার তাদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় নর্থইস্ট ম্যানেজমেন্ট।

তাদের বদলে আজ আইলিগের অন্যতম একটি দল সুদেবা দিল্লীর যুব দল থেকে যুক্ত করা হয় এক প্রতিভাবান ফুটবলারকে। তিনি ড্যানি মেইতি। মূলত সুদেবা দল থেকেই সকলের নজরে আসেন বছর পনেরোর এই মিডফিল্ডারকে। গত মরশুমে সুদেবা দলের পারফরম্যান্স খুব একটা ভালো না হলেও যুব দলের এই ফুটবলারের দিকে নজর ছিল একাধিক ফুটবল ক্লাবের। শেষ পর্যন্ত তাকে ছিনিয়ে নিল জন আব্রাহামের নর্থইস্ট ইউনাইটেড।