Mohun Bagan: হায়দরাবাদ বধ করার পর কী বলছেন দিমিত্রি পেত্রাতোস?

বেশ কয়েক ম্যাচ পর অবশেষে জয়ের সরনীতে ফিরেছে মোহনবাগান (Mohun Bagan)। গত শনিবার নিজেদের ঘরের মাঠে তারা পরাজিত করেছে হায়দরাবাদ এফসিকে। এই জয়ের ফলে এই…

Dimitri Petratos

বেশ কয়েক ম্যাচ পর অবশেষে জয়ের সরনীতে ফিরেছে মোহনবাগান (Mohun Bagan)। গত শনিবার নিজেদের ঘরের মাঠে তারা পরাজিত করেছে হায়দরাবাদ এফসিকে। এই জয়ের ফলে এই জয়ের ফলে ফুটবলারদের মানসিকতা যে তুঙ্গে থাকবে তা কিন্তু বলাই চলে। আসলে, টুর্নামেন্টের শুরুটা যথেষ্ট ভালো হলেও পরবর্তীতে যত সময় এগিয়েছে কার্যত দিশেহারা ফুটবল খেলতে দেখা গিয়েছিল মেরিনার্সদের।

যার দরুন বেশ কয়েক ম্যাচ পরাজিত হতে হয়েছিল তাদের। এমন অবস্থাতেই স্প্যানিশ কোচ হুয়ান ফেরেন্দোকে ছাঁটাই করা সিদ্ধান্ত নিয়েছিল ম্যানেজমেন্ট। তার বদলে দলের দায়িত্ব দেওয়া হয় টেকনিক্যাল ডিরেক্টর অ্যান্তোনিও লোপেজ হাবাসকে।

তার হাত ধরেই দ্বিতীয় লেগ খেলছে মোহনবাগান সুপারজায়ান্টস। ডার্বিতে জয় না আসলেও পরবর্তী ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ালো দল। শুরু থেকেই অনবদ্য ছন্দে থেকেছে মোহনবাগান। সুযোগ বুঝে দুর্বল হায়দরাবাদের রক্ষণে বারংবার আক্রমণ শানিয়েছে হাবাসের ছেলেরা। যার সুবাদেই আসে গোল। ম্যাচের ১২ মিনিটের মাথায় অনিরুদ্ধ থাপার পা থেকে আসে প্রথম গোল।

যারফলে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় ময়দানের এই প্রধান। তারপর প্রথমার্ধের শেষে অতিরিক্ত সময় গোল করে ব্যবধান বাড়ান জেসন কামিন্স। প্রথমার্ধের শেষে এই ব্যবধানে এগিয়ে থাকে দল। তবে দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণে উঠে আসতে থাকে হায়দরাবাদ এফসি।কিন্তু গোলের মুখ খোলা সম্ভব হয়নি তাদের পক্ষে।

যা নিয়ে খুশির আমেজ ফুটবলারদের মধ্যে। এই নিয়ে পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের অজি ফুটবলার দিমিত্রি পেত্রাতোস। বিশেষ করে জনি কাউকে ফেরার দল যে আরো শক্তিশালী হবে তার ইঙ্গিত কিন্তু মিলেছে দিমির কথা থেকেই। তিনি বলেন, প্রতিপক্ষ দল যথেষ্ট ভালো খেলার চেষ্টা করেছে। তবে দলের জয় আশায় সকলেই খুশি। তাছাড়া জনি কাউকে মত ফুটবলার যদি দলে ফিরতে পারে, তাহলে আগামী দিনে আরো ভয়ঙ্কর হয়ে উঠতে পারে মোহনবাগান।