East Bengal: বেঙ্গালুরুর বিপক্ষে নামার আগে কী বললেন লাল-হলুদ কোচ?

গত ম্যাচে শক্তিশালী কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে পিছিয়ে থেকেও জয় তুলে নিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। স্প্যানিশ তারকা সাউল ক্রেসপোর পাশাপাশি ভারতীয় তরুণ নাওরের মহেশ…

Carles Cuadrat

গত ম্যাচে শক্তিশালী কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে পিছিয়ে থেকেও জয় তুলে নিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। স্প্যানিশ তারকা সাউল ক্রেসপোর পাশাপাশি ভারতীয় তরুণ নাওরের মহেশ সিংয়ের অনবদ্য গোলে অনায়াসেই জয় ছিনিয়ে নিয়েছিল ময়দানের এই প্রধান। যার দরুণ ইন্ডিয়ান সুপার লিগের প্লে-অফের লড়াইয়ে এখনো পর্যন্ত টিকে রয়েছে কার্লোস কুয়াদ্রাতের ছেলেরা। এই মরশুমে ও খুব একটা ভালো পারফরম্যান্স না থাকলেও এখনো পর্যন্ত শেষ ছয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাদের। সেক্ষেত্রে বাকি দুই ম্যাচে জয় পাওয়ার পাশাপাশি অন্যান্য দলগুলির গতিবিধির দিকেও নজর রাখতে হবে তাদের। বর্তমান পরিস্থিতির নিরিখে ম্যাচ প্রতি এগোতে চান লাল-হলুদের স্প্যানিশ কোচ।

সুচি অনুযায়ী আগামীকাল নিজেদের ঘরের মাঠ অর্থাৎ সল্টলেক স্টেডিয়ামে খেলতে নামছে ইস্টবেঙ্গল দল। প্রতিপক্ষ হিসেবে তাদের রয়েছে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি। উল্লেখ্য, আইএসএলের প্রথম লেগে কান্তিরাভা স্টেডিয়ামে এগিয়ে থেকেও জয় সুনিশ্চিত করতে পারিনি মশাল ব্রিগেড। এবার নিজেদের ঘরের মাঠে সেই পরাজয়ের বদলাই নিতে চান‌ মহেশরা।

তাছাড়া টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয় ছাড়া কোন গতি নেই মশাল ব্রিগেডের। সেজন্য, নিজেদের সেরাটা উজাড় করে দিতে চাইছেন দলের ফুটবলাররা। অন্যদিকে, এই টুর্নামেন্টে ডু অর ডাই সিচুয়েশনে রয়েছে বেঙ্গালুরু এফসি। সেজন্য, পুরো পয়েন্টে শহরে ফেরার লক্ষ্য থাকবে জারাগোজার ছেলেদের।

তবুও প্লে-অফে যাওয়ার স্বপ্ন দেখছেন কুয়াদ্রাত। এই ম্যাচের আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে লাল-হলুদ কোচ বলেন, এখনো পর্যন্ত আমাদের পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ রয়েছে। আমাদের ছেলেরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে। শেষ মুহূর্ত অব্দি লড়াই করবে। তবে এবার যা পরিস্থিতি তৈরি হয়েছে, গত চার মরশুমে ইস্টবেঙ্গল এমন কোনো কিছুর সম্মুখীন হয়নি।