Saugata Roy: দুর্ঘটনার কবলে সৌগত রায়ের গাড়ি; কী অবস্থা এখন?

বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন দমদমের বিদায়ী সাংসদ সৌগত রায়। প্রচার সেরে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি। জানা গিয়েছে, পিছন থেকে একটি…

TMC MP Saugata Roy

বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন দমদমের বিদায়ী সাংসদ সৌগত রায়। প্রচার সেরে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি। জানা গিয়েছে, পিছন থেকে একটি ম্য়াটাডোর সৌগত রায়ের গাড়িতে ধাক্কা মারে। সে সময় গাড়ির ভিতরেই ছিলেন তিনি। তবে তিনি সুরক্ষিত রয়েছেন বলেই জানা গিয়েছে।

শনিবার সোদপুরের এইচবি টাউনের সামনে ঘটনাটি ঘটেছে। ম্য়াটাডোরটিকে আটক করেছে খড়দহ থানার পুলিশ। গাড়ির চালককেও গ্রেফতার করা হয়েছে। শনিবার বড়সড় বিপদ এড়ালেন সৌগত রায়।

আরও পড়ুন: সৌগত রায় বড় মাপের গুন্ডা: সুকান্ত

উল্লেখ্য়, লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে। চলতি বছরে সাত দফায় ভোট হতে চলেছে। মাঝে আর মাত্র কয়েকটা দিন বাকি। চলতি বছরেও দমদম লোকসভা কেন্দ্র থেকে থেকে লড়ছেন তিনি। এর আগে 2019 সালে এই কেন্দ্র থেকেই ৫ লক্ষ ১২ হাজার ৬২টি ভোটে জয়ী হয়েছিলেন তিনি। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির শমীক ভট্টাচার্য এবং সিপিএমের নেপালদেব ভট্টাচার্য।

জানা গিয়েছে, 2024-এ এবার তাঁর বিপরীতে বিজেপি প্রার্থী করেছেন তৃণমূলেরই প্রাক্তন শীলভদ্র দত্তকে। আবার সিপিএম প্রার্থী করেছে সুজন চক্রবর্তীকে। তাই অন্য়তম গুরুত্বপূর্ণ এই কেন্দ্র যে আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।