বৃষ্টির কারণে একটু দেরিতে শুরু হয়েছিল এশিয়া কাপের ফাইনাল ম্যাচ। ম্যাচ শুরু হওয়ার পর চোখের নিমেষের মধ্যে শেষ হল প্রথম ইনিংস। সৌজন্যে ভারতের মহম্মদ সিরিজ। এক ওভারে চার উইকেট নিয়ে শ্রীলঙ্কার ব্যাটিংয়ে ঝাঁপিয়ে পড়েন ভারতের পেসা বোলার। সিরাজ প্রথম ভারতীয় বোলার হিসেবে একই ওভারে চার উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন। মোট নিয়েছেন ছয় উইকেট। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা করেছে মাত্র ৫০ রান। ৫১ রান করতে পারলেই এশিয়া কাপ ২০২৩ জিতবে ভারত।
পেসার জসপ্রীত বুমরাহ কুশল পেরেরার উইকেট নিয়ে প্রথমে ধাক্কা দিয়েছিলেন শ্রীলঙ্কার ব্যাটিং বিভাগে। প্রথম ওভারেই শূন্য রানে ক্যাচ আউট হন। এরপর শুরু হয় সিরাজের ঐতিহাসিক বোলিং স্পেল। সিরাজ পাথুম নিশাঙ্কা (২) এবং সাদিরা সামারাবিক্রমা (০) ও চরিথ আসলঙ্কাকে (০) ফেরত পাঠালেও হ্যাটট্রিক করতে পারেননি। এরপর এক বল ব্যবধানে ধনঞ্জয়া ডি সিলভাকে (৪) আউট করেন তিনি।
এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। মাহিশ থিকশানার জায়গায় দুশান হেমন্তকে দলে এনেছে শ্রীলঙ্কা। বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ ও কুলদীপ যাদবকে এক ম্যাচ বিশ্রামে রেখে প্রথম একাদশে ফেরানো হয়েছে।
বৃষ্টির কারণে খেলা শুরু হতে ৪০ মিনিট দেরি হয়।শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৩৪ বলে ১৭ রান করেন কুশল মেন্ডিস। সিরাজ সাত ওভারে ২১ রানে ছয় উইকেট এবং হার্দিক পান্ডিয়া তিনটি উইকেট নেন। সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা ১৫.২ ওভারে অলআউট ৫০ রান (কুশল মেন্ডিস ১৭; কুশল মেন্ডিস ১৭) মোহাম্মদ সিরাজ ৬/২১, হার্দিক পান্ডিয়া ৩/৩)।