T20 World Cup: বিশ্বকাপে খেলতে পারবেন না ভারতের অন্যতম সেরা ক্রিকেটার!

চলতি বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকার যৌথ আয়োজনে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) আসর। টিম ইন্ডিয়া এই বিশ্বকাপ জেতার জন্য যথাসাধ্য চেষ্টা…

mohammed shami practice

চলতি বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকার যৌথ আয়োজনে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) আসর। টিম ইন্ডিয়া এই বিশ্বকাপ জেতার জন্য যথাসাধ্য চেষ্টা করবে। ২০০৭ সালে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। কিন্তু এরপর আর টি-টোয়েন্টি ট্রফি জিততে পারেনি টিম ইন্ডিয়া। রোহিত শর্মার অধিনায়কত্বে এবার এই খরা কাটাতে চাইবে ভারত। কিন্তু তার আগেই মনে করা হচ্ছে ভারতের একজন বড় খেলোয়াড় এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন না। এমনটাই আভাস দিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ।

ওয়ানডে বিশ্বকাপ ২০২৩-এ চোট পেয়েছিলেন মহম্মদ শামি। গোড়ালিতে চোট পেয়েছেন তিনি। ওয়ানডে বিশ্বকাপের পর থেকে ভারতের হয়ে খেলেননি শামি। এই বিশ্বকাপে ৭ ম্যাচে ২৪ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছিলেন।

কিছু দিন আগেই শামির গোড়ালিতে অস্ত্রোপচার হয়েছে, এখনই মাঠে নামার জন্য তিনি প্রস্তুত নন। বিসিসিআই সচিব জয় শাহ সংবাদ সংস্থাকে শামির ব্যাপারে আপডেট দিয়েছেন। জয় শাহ জানিয়েছেন, শামির গোড়ালিতে অস্ত্রোপচার হয়েছে এবং ভারতে ফিরেছেন। জয় শাহ আভাস দিয়েছেন যে ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে যে টেস্ট সিরিজ খেলতে হবে তাতে ফিরতে পারেন শামি।

এর অর্থ, আগামী ২২ মার্চ থেকে শুরু হতে চলা আইপিএলে খেলবেন না মহম্মদ শামি। সেই সঙ্গে ২ জুন থেকে শুরু হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারবেন না তিনি।

ওয়ানডে বিশ্বকাপের প্রথম দিকের ম্যাচগুলোতে প্লেয়িং-ইলেভেনে জায়গা পাননি শামি। কিন্তু হার্দিক পান্ডিয়া চোট পাওয়ায় শামি সুযোগ পেয়েছিলেন এবং সুযোগ পাওয়ার পরেই বুঝিয়ে দিয়েছিলেন তিনি কী করতে পারনে। শামি যে ধরনের বোলার তাতে তিনি যদি না খেলেন তাহলে সেটা টিম ইন্ডিয়ার জন্য বড় ক্ষতি বলেই মনে করা যেতে পারে।