ভারতীয় ফুটবলে খেলে যাওয়া অন্যতম সেরা বিদেশি। হোসে রমিরেজ ব্যারেটর পর সনি নর্দিকে কেন্দ্র করে কলকাতা ময়দানে চোখে পড়েছিল বাঁধ ভাঙা উচ্ছ্বাস। সেই সনি নর্দি বহাল তবিয়তে রয়েছে, এখনও আগের মতই দেখাচ্ছেন পায়ের জাদু।
মোহন বাগান সুপার জায়ান্টের মতো সনি নর্দি বর্তমান ক্লাব Terengganu FC AFC কাপে খেলছে। গ্রুপ জি-তে রয়েছে মালয়েশিয়ার এই দল। তিন ম্যাচের পর সনি নর্দির দল আপাতত অপরাজিত। একটি ম্যাচে জয় ও দুটি ড্র নিয়ে ক্রম তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে Terengganu FC। পরের পর্বে যাওয়ার টিকিট চূড়ান্ত করার ব্যাপারে মরীয়া এই ফুটবল ক্লাব। আক্রমণ ভাগে দলকে যথারীতি নির্ভরতা যোগাচ্ছেন হাইতিয়ান তারকা। এএফসি কাপের শেষ ম্যাচে গোল পেয়েছেন তিনি।
চলতি বছরে মালয়েশিয়ার ক্লাব Terengganu FC এর সঙ্গে যুক্ত হয়েছেন সনি নর্দি। প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী ইতিমধ্যে প্রায় পঁচিশটি ম্যাচ তার খেলা হয়ে গিয়েছে। গোল করেছেন বেশ কিছু। ৩৪ বছর বয়সেও বেশ খেলছেন তিনি।
AFC কাপের ম্যাচ উইল তিন-এর নিরিখে প্রকাশ্যে এসেছে সেরা একাদশ। সেখানে জায়গা করে নিয়েছেন মোহন বাগান সুপার জায়ান্টের দিমি পেত্রাতস। তার বাম পাশে সনি নর্দি। সনির ম্যাচ রেটিং ৯.৬। পেত্রাতসের ৮.৮।
AFC Cup Team of the Week 👀🔥
Dimitri Petratos bags his name into the list but there's someone else! 🥺 pic.twitter.com/6oKUA8H2Xh
— Mohun Bagan Hub (@MohunBaganHub) October 27, 2023