East Bengal : ভেনেজুয়েলার জাতীয় দলে ৫০-এর বেশি ম্যাচ খেলা স্ট্রাইকার ইস্টবেঙ্গলে!

Miku may join East Bengal

দুরন্ত এক স্ট্রাইকার আসতে পারে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাবে। জোর গুঞ্জন, মিকু আসতে পারে লাল হলুদ তাঁবুতে। মিকু ভেনেজুয়েলার হয়ে খেলেছেন পঞ্চাশের বেশি ম্যাচ। গোলও করেছেন বেশ কিছু।

আরও পড়ুন: Kolkata Derby: ফের কলকাতা ময়দানে ডার্বি, উত্তেজিত শ্যাম থাপা

   

মিকু ইতিপূর্বে ভারতে খেলেছেন। বলা ভালো সুনামের সঙ্গে খেলেছেন। ২০১৭-১৯ মরসুমে বেঙ্গালুরুর হয়ে খেলেছিলেন তিনি। পরিসংখ্যান অনুযায়ী, ৩২ ম্যাচে ২০ টি গোল করেছিলেন তিনি। বেঙ্গালুরু ছাড়া ভারতের অন্য কোনো ক্লাবে খেলেননি।

আরও পড়ুন: East Bengal: ভিপি সূহেরের পর আরও এক দুর্ধর্ষ ফরোয়ার্ডকে নিতে চলেছে ইস্টবেঙ্গল

ক্লাব ফুটবলে মিকুর বায়োডাটা বেশ উজ্জ্বল। ভ্যালেন্সিয়ার সিনিয়র ও বি দল, গেটাফে, রায় ভালকানোর মতো ক্লাবে খেলছেন। গেটাফের হয়ে নব্বইয়ের বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

আরও পড়ুন: East Bengal : কলকাতায় এসেই ছেলেদের নিয়ে ইস্টবেঙ্গল মাঠে স্টিফেন

মিকুর ফুটবল প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তাঁর বয়স বেড়েছে। এখন ৩৬ বছর। নিজের সেরা সময়টা অনেক আগেই পিছনে ফেলে এসেছেন। তবু ইস্টবেঙ্গলের তিনি নিশ্চিত হলে সমর্থকরা আশায় বুক বাঁধতেই পারেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন