মোদীর সঙ্গে একান্ত বৈঠকের পরই মমতা জানলেন জেলে গেছে পার্থ

এসএসসি দুর্নীতি মামলায় দলেরই প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জেলে গেল খবরটা দিল্লিতে পেলেন তৃণমূল কংগ্রেস নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তাঁর সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর…

এসএসসি দুর্নীতি মামলায় দলেরই প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জেলে গেল খবরটা দিল্লিতে পেলেন তৃণমূল কংগ্রেস নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তাঁর সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর একান্ত বিশেষ বৈঠক হয়েছে। বৈঠক শেষে সব জানলেন মমতা।

বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে এই বিষয়ে তীব্র কৌতুহল রাজনৈতিক মহলে। সিপিআইএম ও কংগ্রেস নেতাদের অনেকের কটাক্ষ, অতীতে, সারদাকাণ্ডে সিবিআই যখন একের পর তৃণমূল নেতাদের গ্রেফতার করেছে তখনও দিল্লি গিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন মমতা। আবার ২০১৯ সালে সিবিআই যখন হন্যে হয়ে রাজীব কুমারকে খুঁজছিল, তখনও দিল্লিতে বৈঠকে বসেছিলেন মোদী-মমতা। আরও কটাক্ষ, এবারও যখন এসএসসি দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় ধৃত তখনও মোদীর সঙ্গে বৈঠক করলেন মমতা।

partha_arest

পিটিআই ও পিআইবি জানাচ্ছে, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার বিকেলে ৭ নম্বর লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রী মোদীর বাসভবনে উপস্থিত হন পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ৪০ মিনিট ধরে চলে দুজনের একান্ত বৈঠক।

মূলত রাজ্যের বকেয়া টাকা ফেরত চাইতেই প্রধানমন্ত্রীর কাছে নথি তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের একাধিক প্রকল্প বাবদ ৯৭ হাজার কোটি টাকা বাকি রয়েছে। সেই টাকা আদায়ের কথা এদিন প্রধানমন্ত্রীর কাছে পেশ করেছেন মমতা।

তৃণমূল কংগ্রেস সূত্রে খবর আগামী তিন দিন দিল্লিতে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নীতি আয়োগ বৈঠকেও তাঁর সঙ্গে সাক্ষাত হবে প্রধানমন্ত্রীর। কিন্তু তার আগতে এই একান্ত বৈঠক নিয়ে কটাক্ষ শুরু হয়েছে।

সিপিআইএম সাংসদ ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের হুঁশিয়ারি কেউ রক্ষা পাবেনা। দু়ঁদে আইনজীবীর বার্তার পর রাজনৈতিক মহল আরও আলোড়িত হয়েছে।