Parliament: অধীর চৌধুরীকে সাসপেন্ড করল লোকসভা

লোকসভায় (Parliament) বিরোধীদের হই হট্টগোল। লোকসভায় বিশৃঙ্খলার অভিযোগে সাসপেন্ড আরও ১৬ সাংসদ। আগেই ১৫ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল। গোটা শীতকালীন অধিবেশনে লোকসভার বিরোধী দলনেতা…

লোকসভায় (Parliament) বিরোধীদের হই হট্টগোল। লোকসভায় বিশৃঙ্খলার অভিযোগে সাসপেন্ড আরও ১৬ সাংসদ। আগেই ১৫ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল। গোটা শীতকালীন অধিবেশনে লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী সহ ৩১ বিরোধী সাংসদ ফের সাসপেন্ড। সোমবার সংসদে তুমুল হই হট্টোগোলের পরই ৩১ জন সাংসদকে সাসপেন্ড করেন লোকসভায় স্পিকার। এর আগেও ১৫ জনকে সাসপেন্ড করা হয়েছিল। সব মিলিয়ে শীতকালীন অধিবেশনে দুই দফায় মোট ৩১ জন সাংসদকে সাসপেন্ড করা হল।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তৃতার মাঝেই নতুন সংসদ ভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সরব হন বিরোধী সাংসদেরা। তুমুল চিৎকার শুরু হয় সংসদ কক্ষে। প্রথমে দুপুর ২টো ৪৫ মিনিট, পরে তিনটে পর্যন্ত সভার কাজ মুলতুবি করে দেন স্পিকার। তার পরেও পরিস্থিতি তপ্ত হওয়ায় অধীর-সহ ৩০ দনের বেশি সাংসদকে সাসপেন্ড করেন স্পিকার। সাম্প্রতিক সময়ে এক সঙ্গে এত জন সাংসদকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেন। আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে শীতকালীন অধিবেশন। তত দিন এই সাংসদেরা অধিবেশনে যোগ দিতে পারবেন না।

সাসপেন্ড হওয়া সাংসদদের তালিকায় রয়েছেন বাংলার অনেক তৃণমূল সাংসদও। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অপরূপা পোদ্দার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, সুনীল মণ্ডল, সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, প্রতিমা মণ্ডল, অসিত মাল, শতাব্দী রায়কে সাসপেন্ড করেছেন স্পিকার। এ ছাড়া এই তালিকায় রয়েছেন ডিএমকের তিন সাংসদ টিআর বালু, এ রাজা এবং দয়ানিধি মারান। এই অধিবেশনে লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে মোট ৬৭ জন সাংসদকে সাসপেন্ড করা হল।