Marcelo : রিয়াল মাদ্রিদের ৩৫ তম স্প‍্যানিশ লিগ জেতার সাথে সাথে এই নজির গড়লেন মার্সেলো

শনিবার এস্পানিওল’কে ৪-০ গোলে হারানোর মধ্যে দিয়ে ৩৫ তম লা লিগার খেতাব জয় নিশ্চিত করেছিল রিয়াল মাদ্রিদ।  এটাই রিয়ালের তারকা ব্রাজিলিয়ান ফুটবলার মার্সেলো’র (Marcelo) ২৪…

Marcelo becomes most decorated real madrid

শনিবার এস্পানিওল’কে ৪-০ গোলে হারানোর মধ্যে দিয়ে ৩৫ তম লা লিগার খেতাব জয় নিশ্চিত করেছিল রিয়াল মাদ্রিদ।  এটাই রিয়ালের তারকা ব্রাজিলিয়ান ফুটবলার মার্সেলো’র (Marcelo) ২৪ তম ট্রফি এই স্প‍্যানিশ ক্লাবের হয়ে, বর্তমানে তিনি অধিনায়ক মাদ্রিদের।ক্লাবের ইতিহাসে সর্বাধিক ট্রফি সংগ্রাহক তিনি।

মার্সেলো’র ক‍্যাবিনেটে আছে চারটি চ‍্যাম্পিয়ান্স লিগ,চারটি ক্লাব বিশ্বকাপ,৩ টি উয়েফা সুপার কাপ,ছয়টা লিগ টাইটেল,দুটো কোপা দেল রে এবং পাঁচটি স্প‍্যানিশ সুপার কাপ।

এটাই রিয়ালে ১৬ তম মরশুম মার্সেলো’র।বিদেশি ফুটবলার হিসেবে রিয়াল মাদ্রিদে সর্বাধিক ম‍্যাচ খেলেছিলেন তিনি।২০০৭ সালে ৭ ই জানুয়ারি দেপোর্তিভো’র বিরুদ্ধে অভিষেক করেন তিনি।লস ব্ল‍্যান্কোসের হয়ে ৫৪৫ ম‍্যাচ খেলে ৩৮ টা গোল করেছেন তিনি।

এদিন ৩৫ তম খেতাব জেতার পর রিয়াল অধিনায়ক বলেছেন, “এটা অবিশ্বাস্য ব‍্যাপার একটা।দলের সকলের কঠিন প্রচেষ্টায় আমরা লা লিগা জিতেছি।আমাদের এই জয়ের ধারা বজায় রাখতে হবে‌।এটা কঠোর পরিশ্রমের ফলাফল।… সবচেয়ে ভালো বিষয় জয়টা ঘরের মাঠে ফ‍্যানেদের মাঝে উদযাপন করতে পারছি।এটা যে কোনও একজন ফুটবলার’দের কাছে অত্যন্ত আনন্দের একটি বিষয়।আজকের দিনটা উদযাপনের জন্য, যদিও সামনে কঠিন ম‍্যাচ আছে জানি।… “