IPL 2024: দ্রুততম ২০০ ছয় মারার রেকর্ড রাসেলের

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৪ (IPl 2024)-এ নিজেদের ঘরের মাঠে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৮ রান তোলে কলকাতা নাইট রাইডার্স (KKR)। ইডেন…

kkr andre russell IPL 2024 most six record

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৪ (IPl 2024)-এ নিজেদের ঘরের মাঠে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৮ রান তোলে কলকাতা নাইট রাইডার্স (KKR)। ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের আন্দ্রে রাসেলের (Andre Russell) বিধ্বংসী ব্যাটিং দেখা গিয়েছে। ২৫৬ স্ট্রাইক রেটে ২৫ বলে ৬৪ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। এ সময় তাঁর ব্যাট থেকে ৩টি চারের পাশাপাশি ৭টি ওভার বাউন্ডারি দেখা গিয়েছে। এই ইনিংসের ফলে রাসেল নিজের নামে নতুন রেকর্ড গড়েছেন।

আইপিএলে সবচেয়ে কম বলে ২০০ ছক্কা হাঁকানো ব্যাটসম্যান হয়েছেন আন্দ্রে রাসেল। ১৩২২ বলে ২০০টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। এর আগে ক্রিস গেইল ১৮১১ বল, কাইরন পোলার্ড ২০৫৫ বলে, এবি ডি ভিলিয়ার্স ২৭৯০, মহেন্দ্র সিং ধোনি ৩১২৬ ও রোহিত শর্মা ৩৭৯৮ বলে ২০০ ছক্কা মেরেছেন। আইপিএলে ১৯ বার ৫ বা তার বেশি ছক্কা মেরেছেন রাসেল। এক্ষেত্রে তার চেয়ে এগিয়ে আছেন ক্রিস গেইল। আইপিএলে ২৯ বার ৫ বা তার বেশি ছক্কা হাঁকিয়েছেন গেইল।

দ্রুততম ২০০ আইপিএল ছক্কা মারার রেকর্ডঃ

  • ১৩২২ বলে রেকর্ড গড়েছেন আন্দ্রে রাসেল
  • ১৮১১ বলে রেকর্ড গড়েছেন ক্রিস গেইল
  • ২০৫৫ বলে রেকর্ড গড়েছেন কাইরন পোলার্ড
  • ২৭৯০ বলে রেকর্ড গড়েছেন এবি ডি ভিলিয়ার্স
  • ৩১২৬ বলে রেকর্ড গড়েছেন মহেন্দ্র সিং ধোনি
  • ৩৭৯৮ বলে রেকর্ড গড়েছেন রোহিত শর্মা

আইপিএলে নবম ব্যাটসম্যান হিসেবে ২০০ ছক্কার মাইলফলক স্পর্শ করলেন রাসেল। এ জন্য তিনি নিয়েছেন ৯৭ ইনিংস। আইপিএলে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড ক্রিস গেইলের দখলে। ১৪১ ইনিংসে ৩৫৭টি ছক্কা হাঁকিয়েছিলেন গেইল। এছাড়া আইপিএলে রোহিত শর্মা ২৫৭, এবি ডি ভিলিয়ার্স ২৫১, মহেন্দ্র সিং ধোনি ২৩৯, বিরাট কোহলি ২৩৫, ডেভিড ওয়ার্নার ২২৮, কাইরন পোলার্ড ২২৩ ও সুরেশ রায়না ২০৩টি ছক্কা হাঁকিয়েছেন।