স্ট্যামফোর্ড ব্রিজে পেপ গুয়ার্দিওলার ক্লাব চেলসিকে ১-০ হারাল ম্যাঞ্চেষ্টার সিটি। ৬৩ মিনিটে জয়সূচক গোল করেন পরিবর্ত হিসেবে নামা রিয়াদ মাহরেজ। ইংলিশ প্রিমিয়ার লিগে (EPL) গ্রুপ শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে পয়েন্ট ফারাক কমে এলো ম্যাঞ্চেস্টার সিটির। চোট আঘাতে জর্জরিত চেলসি শুরুটা ভালোই করেছিল।
চোটের জন্য খেলতে পারেননি রাহিম স্টার্লিং, ক্রিস্টিয়ান পুলিসিচ। চুকউয়েমেকারের নিশ্চিত গোলের শট পোস্টে লেগে প্রতিহত হয়। দ্য ব্লুজের হেড স্যর পেপ দ্বিতীয়ার্ধে নামান মাহরেজ ও জ্যাক গ্রিলিশকে। ম্যাচের একমাত্র গোল গ্রিলিশের থেকে পাওয়া ক্রশ পাস ধরে টার্ন নিয়ে দূরের পোস্টে নিখুঁত শটে গোল করেন মাহরেজ। আর্লিং হালান্ডের পা থেকে এদিন গোল এলো না। এর আগে গত বছরের শেষে তারা জিতেই শেষ করেছিল। ম্যাঞ্চেস্টার সিটি জিতল হ্যালান্ডের জোড়া গোলে৷
প্রিমিয়ার লিগে লিডস ইউনাইডের হার
প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার সিটি ৩-১ গোলে হারিছিল লিডসকে। পেপ গুয়ার্দিওয়ালার দলের জোড়া গোল করেছিলেন আলিং হ্যালান্ড। প্রিমিয়ার লিগের গত ম্যাচে অর্থাৎ ব্রেনফোর্ডের বিরুদ্ধে ২-১ গোলে হারতে হয়েছিল হ্যালান্ডদের। হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ায় ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাব। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোল করেছিলেন রড্রি। আলফি হ্যালান্ডের পুত্র আর্লিং হ্যালান্ডের জোড়া গোলে লিডসকে হারিয়েছিল ম্যান সিটি। দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটে প্রথম গোলটি করেছিলেন হ্যালান্ড।
৫৬ মিনিটে জয়সূচক গোল লিডসের কফিনে পেরেক পুঁতে দিয়েছিলেন হ্যালান্ড। লিডস ইউনাইটেডের পাসকাল স্ত্রাইক ম্যান সিটির ডিফেন্সকে বোকা বানিয়ে গোল করেছিলেন ৭৩ মিনিটে। আলফি হ্যালান্ডের রেকর্ডকে ছাপিয়ে গিয়েছেন ছেলে আর্লিং হ্যালান্ড। প্রিমিয়ার লিগে আলফি হ্যালান্ড ১৮ টি গোল করেছিলেন ১৮১ টি ম্যাচে। মাত্র ১৪ ম্যাচ খেলেই বাবার রেকর্ডকে ভেঙে দেন আলফি। বছরের শেষ দিনে ম্যান সিটির পরবর্তী ম্যাচ খেলে তারা এভারটনের বিরুদ্ধে। সেটি অবশ্য তারা ড্র করেছিল।