রবি হাঁসদা, সুরজিৎ হাঁসদা ও তোতন দাসের গোলে ভর করে ৩-০ গোলে হরিয়ানাকে সন্তোষ ট্রফির (Santosh Trophy) প্রথম ম্যাচে হারিয়ে দুর্দান্ত জয় ছিনিয়ে নিল বাংলা।
খানিক নীরবেই আজ সন্তোষ ট্রফি অভিযান শুরু করেছে বাংলা দল। এমন একটি আন্তরাজ্য প্রতিযোগিতা যা কয়েক বছর আগে পর্যন্ত ধরা হত ভারতের সেরা ফুটবল প্রতিযোগিতা নামে। তবে এখন কর্পোরেট যুগে এর মান বেশ পড়েছে। কিন্তু যারা আজও বেড়ার ঘরে বৃষ্টির জল মাথায় নিয়ে ফুটবল খেলে বেড়ায়,তাদের চোখভরা স্বপ্নের মাঝে আজও টিকে রয়েছে এই প্রতিযোগিতাটি।
কোথাও একটা গিয়ে যাদের নিয়মিত বাড়িতে খেলা নিয়ে থাকার জন্য গঞ্জনা শুনতে হয়,পাড়ায় “মেসি” “রোনাল্ডো” বলে বিদ্রুপ করা হয়, তাদের প্রত্যেকটা ঘামের প্রতীক হয়ে নামছে এই দল। দল থেকে বাদ পড়ে যে ছেলেটা গড়ের মাঠের বট তলা দিয়ে হেঁটে যায়,সে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখে এদের দিকে তাকিয়ে৷
গতবারের ফাইনাল হারতে হয়েছিল। সেখান থেকেই এল জয়।