ইতিমধ্যেই বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা ((FIFA) ভারতীয় ফুটবলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ফলত ভারতীয় ফুটবলের আকাশে কালো ঘনমেঘ জমে উঠেছে। আর এই নিষেধাজ্ঞার খবর দেশের ফুটবল এরিনাতে ছড়িয়ে পড়তেই প্রতিক্রিয়া দেখা দিয়েছে প্রাক্তন ফুটবলার থেকে ক্লাব সমর্থকদের মধ্যে।
এই আবহে ভারতীয় ফুটবলে ‘পাহাড়ি বিছে’ নামে পরিচিত প্রাক্তন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক ভাইচুং ভুটিয়া এ প্রতিক্রিয়ায় বলেন,”খুবই দুর্ভাগ্যজনক এবং কঠোর সিদ্ধান্ত…” ভাইচুং এও বলেন, “একই সাথে, আমাদের (সকল স্টেকহোল্ডার) সিস্টেম সংশোধন করার জন্য ভাল সুযোগ।”
প্রসঙ্গত, ১৬ই আগষ্ট ভোর রাতে ভারতীয় ফুটবল সংস্থা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে (এআইএফএফ) নির্বাসিত ঘোষণা করে দিয়েছে ফিফা। কারণ তৃতীয় পক্ষের হস্তক্ষেপ যা ফিফার নিয়মে ক্ষমাহীন অপরাধ।
এই নির্বাসনের জেরে আগামী ১১-৩০ অক্টোবর যে মহিলা বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছিলো তা ভারতে আর হবে না। এরই সঙ্গে, ভারতীয় জাতীয় দল জুনে এএফসির মূলপর্বে কোয়ালিফাই করেছিলো আগামী বছর তাও খেলতে পারবে না। ক্লাব হিসেবে ATK মোহনবাগান এএফসি কাপে যতটা পথ অতিক্রম করেছিলো সেই খানেই থেমে যেতে হবে, কারণ এএফসি কাপে ভারতীয় কোনো ক্লাবও আর অংশগ্রহণ করতে পারবে না। অর্থাৎ আগামী ৬ অক্টোবর আর কোনো খেলা থাকছে না এএফসি কাপের।
আইএসএল বা আইলিগ বা সুপার কাপে আর কোনো কোটা থাকছে না এএফসি কাপ বা এসিএল খেলার।ভারতকে খেলতে হবে নিজেদের দেশের ভিতরেই, এর মানে দাঁড়াচ্ছে একটা ক্লাব লিগ থেকে ধাপে ধাপে উঠে শেষ করে ওয়াল্ড ক্লাব কাপে গিয়ে, সেইখানে দেশের ক্লাবগুলি যা খেলবে সব এইখানেই শেষ, কোনো প্রমোশন হবে না। আইএসএল আর পাড়ার ফুটবল টুর্নামেন্টের মধ্যে আর কোনো ফারাক রইলো না গুরুত্বের দিক দিয়ে দেখতে গেলে।
Former India captain Bhaichung Bhutia reacts on FIFA's decision to BAN India 🗣️ : "Very unfortunate and harsh decision…"
"At the same time, good opportunity for us (all the stakeholders) to get the system corrected."
[via @sportstarweb] pic.twitter.com/HODRLBY6XX
— 90ndstoppage (@90ndstoppage) August 16, 2022
মঙ্গলবার থেকে ভারতীয় ফুটবল ফেডারেশন যেহেতু নির্বাসিত তাই সব দেশের ফুটবল ফেডারেশন তাদের প্লেয়ারদের ওপর ভারতের ক্লাবে খেলার ওপর নিষেধাজ্ঞা জারি করলো। অর্থাৎ আইএসএলের ৮টা ক্লাব ৬ বিদেশি সই করিয়ে নিলেও নর্থ ইস্ট ইউনাইটেড ১ জন বিদেশি সই করিয়েছে,ইমামি ইস্টবেঙ্গল আর কেরালা ব্লাস্টার্স ৫ জন সই করিয়েছে এরা আর নতুন করে বিদেশি সই করাতে পারবে না,আই লিগেও একই নিয়ম লাঘু হবে। ভারত থেকে বিদেশের ক্লাবে কোনো ভারতীয় প্লেয়ার খেলতে যেতেও পারবে না।ভারত এইবার দেশের মধ্যেই ফুটবল খেলবে, এই সিজনের মধ্যে নিষেধাজ্ঞা না ওঠাতে পারলে পরের মরশুম থেকে বিদেশি ফুটবলারেরাও আসবে না ভারতে।৭৫ তম স্বাধীনতা বার্ষিকী উদযাপনের পরের দিন অভিশপ্ত ১৬ই আগষ্ট ভারতীয় ফুটবলকে পাঠিয়ে দিলো অনির্দিষ্টকাল নির্বাসনে।