পাঁচ ক্লাব, চার দেশের নজরে এই বিস্ময় বালক ফুটবলার, জেনে নিন কে সে

ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, টটেনহাম, নিউক্যাসল ইউনাইটেড এই ৫ টি ক্লাবই পেতে চায় ১৬ বছর বয়সী ফিলিপে রদ্রিগেজ জেন্টিলেকে।

Felipe Rodriguez Gentile

ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, টটেনহাম, নিউক্যাসল ইউনাইটেড এই ৫ টি ক্লাবই পেতে চায় ১৬ বছর বয়সী ফিলিপে রদ্রিগেজ জেন্টিলেকে।

এদিকে আর্জেন্টিনা এবং ব্রাজিলের মধ্যে লড়াই শুরু হয়েছে সে কোন দেশের হয়ে খেলবে। কারণ তার বাবা মা আর্জেন্টাইন হলেও তার জন্ম ব্রাজিলে, আবার বেড়ে উঠেছেন স্পেনে তাই স্পেনের নাগরিকত্বও রয়েছে। ব্রাজিল বলছে ব্রাজিল তাকে চায় কারণ তার ছোটোবেলা ব্রাজিলে কেটেছে, জন্মও হয়েছে ব্রাজিলে। আর বাবা মা আর্জেন্টাইন তাই তার বাবা মা এবং তিনি হয়তো ইচ্ছাপোষণ করবে আর্জেন্টিনার হয়ে খেলতে।

   

সপ্তাহ দুই আগে ইংলিশ সেকেন্ড ডিভিশনের ক্লাব পেস্ট্রোন নর্থ এফসির হয়ে এক ম্যাচে ৫ গোল করার পাশাপাশি এই সিজনে অই দলের ইয়ুথ টিমে ২০ গোল করে ফেলেছেন তিনি। এবং ডি বক্সের বাইরে থেকেও রয়েছে কয়েকটি গোল। তাই বিগ ক্লাবের নজরে রয়েছে এই বালক।