Maidaan: ট্রেলারের অপেক্ষায় পিকে চুনির কোচ রহিমের বায়োপিক ‘ময়দান’

ভারতীয় ফুটবলের কিংবদন্তি রহিম সাহেব । পুরো নাম সৈয়দ আবদুল রহিম, যিনি ছিলেন প্রদীপ বন্দ্যাপাধ্যায়, চুনী গোস্বামী, পিটার থঙ্গরাজ, বলরাম, জার্নেল সিংদের গুরু ৷ ১৯৫০…

Maidaan: Unveiling the True Story of Indian Football's Golden Era

ভারতীয় ফুটবলের কিংবদন্তি রহিম সাহেব । পুরো নাম সৈয়দ আবদুল রহিম, যিনি ছিলেন প্রদীপ বন্দ্যাপাধ্যায়, চুনী গোস্বামী, পিটার থঙ্গরাজ, বলরাম, জার্নেল সিংদের গুরু ৷ ১৯৫০ থেকে ১৯৬৩ সাল পর্যন্ত এই ব্যক্তি ছিলেন ভারতীয় ফুটবল দলের কোচ তথা ম্যানেজার ৷ আর তার জীবনকে ভিত্তি করেই মু্ক্তি পেতে চলেছে ছবি ‘ময়দান’ (‘Maidaan)৷

ছবির সময়কাল ১৯৫২ থেকে ১৯৬২ সাল অর্থাৎ যে সময়টাকে বলা হয়ে থাকে ভারতীয় ফুটবলের স্বর্ণযুগ ৷ ছবিতে রহিম সাহেবের ভূমিকায় অজয় দেবগণ৷ ১০ এপ্রিল ইদের সময় মুক্তি পেতে চলেছে ময়দান ৷ তবে তার আগে বৃহস্পতিবার ৭ মার্চ ওই ছবির ট্রেলার মুক্তি পাবে ৷ তবে ইতিমধ্যেই এই ছবির টিজার লঞ্চ করা হয়েছে যাতে দেখা গিয়েছে রহিম সাহেবকে ( অজয় দেবগন) ফুটবলে শট নিতে ৷ আর ওই টিজার শেয়ার করতে গিয়ে অজয় দেবগণ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘‘ আ যাও ময়দায় মেঁ ৷ আমরা ভারতীয় ফুটবলের অবিশ্বাস্য স্বর্ণযুগের সত্য কাহিনী তুলে ধরতে প্রস্তুত৷’’

   

বনি কাপুর , আকাশ চাওলা, অরুণাভ জয় সেনগুপ্ত এবং জি স্টুডিও প্রযোজিত হিন্দি ভাষায় জীবনীমূলক এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অমিত শর্মা ৷ ছবিতে অন্যান্য ভূমিকায় রয়েছেন- প্রিয়মণি , রুদ্রনীল ঘোষ এবং গজরাজ রাও প্রমুখ ৷ সঙ্গীত পরিচালনা করেছেন এ আর রহমান ।

১৯৫২ হেলসিঙ্কি অলিম্পিকে প্রথম বার খেলার সুযোগ পায় ভারতীয় ফুটবল দল । ওই দশ বছরের মধ্যে ভারতীয় ফুটবলে এসেছে ব্যাপক সাফল্য। তার আগে ১৯৫১ এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ১৯৫৬ সালের মেলবোর্ন অলিম্পিকও ভারতীয় ফুটবলের অন্যতম সোনালী অধ্যায়। পদক না জিতলেও, চতুর্থ হয়েছিল ভারত। সেবার জাতীয় দলের অধিনায়ক ছিলেন বদ্রু বন্দ্যোপাধ্যায়। সেই দলের সদস্য ছিলেন নিখিল নন্দী, পিকে বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণ পালরা। যার জন্য অনেকের মতে ১৯৫৬ সালেই ভারতীয় ফুটবলের সবচেয়ে ভাল পারফরম্যান্স৷

১৯৬২ সালের জাকার্তা এশিয়ান গেমসেও সোনা জেতে ভারত। ফাইনালে হারিয়েছিল দক্ষিণ কোরিয়াকে। এরপর আর কখনও চ্যাম্পিয়ন হতে পারেনি ভারতীয় ফুটবল দল। জাকার্তা এশিয়ান গেমসে ভারতীয় দলে ছিলেন পিকে বন্দ্যোপাধ্যায়, চুনী গোস্বামী, প্রশান্ত সিনহা, প্রদ্যোৎ বর্মণ, অরুণ ঘোষ, তুলসীদাস বলরাম, রামবাহাদুর ছেত্রী, ইউসুফ খান, জার্নেল সিং, পিটার থঙ্গরাজদের মতো ফুটবলাররা। কোরিয়ার বিরুদ্ধে ফাইনালে গোল করেছিলেন পিকে বন্দ্যোপাধ্যায়। তবে তারপর সময় যত এগিয়েছে, ততই ফিকে হয়েছে ভারতীয় ফুটবল।

কয়েক বছর আগে যুবভারতীতে ভারতের সর্বকালের অন্যতম সেরা কোচ রহিম সাহেবের নামে তৈরি হতে যাওয়া এই ছবির শুটিংয়ের সময় হাজির ছিলেন পিকে চুনি বলরামেরা৷ সে দিন পিকে এবং চুনী দু’জনেই এসেছিল হুইল চেয়ারে। যদিও তৈরি ও মুক্তির জন্য একাধিকবার বিলম্বের মুখে পড়েছে ছবিটি। তাই এই ছবির জন্য একটু বেশিই অপেক্ষা করতে হল দেশবাসীকে ৷