Mohun Bagan : শীর্ষে ওঠার হাতছানি, ওডিশা বধে এবার নয়া পরিকল্পনা হাবাসের

ডার্বি ম্যাচ থেকেই অনবদ্য ছন্দে রয়েছে মোহনবাগান সুপারজায়ান্টস (Mohun Bagan Super Giant)। পিছিয়ে থেকেও চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইস্টবেঙ্গলের সাথে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছিল সবুজ-মেরুন ব্রিগেড। কিন্তু…

Mohun Bagan Coach Antonio Lopez Habas

ডার্বি ম্যাচ থেকেই অনবদ্য ছন্দে রয়েছে মোহনবাগান সুপারজায়ান্টস (Mohun Bagan Super Giant)। পিছিয়ে থেকেও চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইস্টবেঙ্গলের সাথে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছিল সবুজ-মেরুন ব্রিগেড। কিন্তু দ্বিতীয় ম্যাচ থেকেই বদলে গিয়েছে পরিস্থিতি। হায়দরাবাদ ম্যাচ থেকে শুরু করে একের পর এক ম্যাচে জয় ছিনিয়ে নিতে শুরু করে শুভাশিসরা। পরবর্তীতে মানালো মার্কেজের শক্তিশালী এফসি গোয়াকে পরাজিত করে ময়দানের এই অন্যতম প্রধান। যা নিঃসন্দেহে বাড়তি অক্সিজেন জুগিয়ে ছিল মেরিনার্সদের। তারপর হুয়ান পেদ্রো বেনোলীকের নর্থইস্ট ইউনাইটেড। এবার ওডিশা এফসিকে পরাজিত করতে নয়া পরিকল্পনা হাবাসের (Antonio Lopez Habas)। 

গত নর্থইস্ট ইউনাইটেড ম্যাচের প্রথমদিকে টম জুরিকের করা গোলে দল এগিয়ে গেলেও ম্যাচে ফিরতে খুব একটা অসুবিধা হয়নি বাগানের। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে উইঙ্গার লিস্টন কোলাসোর গোলে সমতায় ফিরে আসে সবুজ-মেরুন ব্রিগেড। তারপর অজি তারকা জেসন কামিন্সের করা গোলে এগিয়ে যায় গতবারের আইএসএল জয়ীরা। কিন্তু দ্বিতীয়ার্ধে ফের সমতায় ফিরেছিল জন আব্রাহামের নর্থইস্ট ইউনাইটেড। কিন্তু সুযোগ বুঝেই গোল করে দলকে এগিয়ে দেন আরেক অস্ট্রেলিয়ান তারকা দিমিত্রি পেত্রাতোস। বিপদ বুঝতে পেরেই পরবর্তীতে ঘনঘন‌ আক্রমণ শানাতে থাকে প্রতিপক্ষ দলের ফুটবলাররা। কিন্তু সাহাল আব্দুল সামাদের করা গোল ফিরে আশার স্বপ্ন শেষ হয়ে যায় নর্থইস্টের। 

   

এবার মিশন ওডিশা। এই ম্যাচ জিতলেই আইএসএলের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে উঠে আসবে মোহনবাগান সুপারজায়ান্টস। সেক্ষেত্রে এবারের লিগশিল্ড জয়ের রাস্তা অনেকটাই প্রশস্ত হয়ে উঠবে কলকাতা ময়দানের এই প্রধানের। তবে এই ম্যাচ যে খুব ‌একটা সহজ হবেনা তা ভালো মতোই জানেন দলের বর্তমান স্প্যানিশ কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস। বিশেষ করে রয়কৃষ্ণা থেকে শুরু করে ব্রাজিলিয়ান তারকা দিয়াগো মরিসিওর মতো ফুটবলারদের আটকাতে যে অনেকটাই লড়াই করতে হবে সেটা নতুন করে বলার অপেক্ষা রাখেনা। 

এক্ষেত্রে ম্যাচের আগে শেষ অনুশীলনে ফিজিক্যাল ট্রেনিংয়ের উপরেই বিশেষ নজর দিতে দেখা যায় দলের কোচকে। বলাবাহুল্য, এই মরশুমের শুরু থেকেই যথেষ্ট চোট আঘাতের সমস্যায় ভুগতে হয়েছে গোটা দলকে। তাই সবদিক বিচার বিবেচনা করেই এবার এগোতে চাইছেন বাগান হেডস্যার। কামিন্স- দিমির মতো ফুটবলারদের রেখে আক্রমণভাগে জোর দেওয়ার পাশাপাশি শুভাশিস আশিষদের সামনে রেখে রক্ষনভাগ ও মজবুত করতে চাইছেন হাবাস। তবে সেখানেই শেষ নয়। দীপেন্দু বিশ্বাসের মতো ফুটবলারদের ও পরিস্থিতি বুঝে মাঠে নামাতে পারেন কোচ।