Iman Chakraborty: শোভন সোহিনীর প্রেমচর্চায় অকপট ইমন, ‘বাবার মতো আগলে রাখে আমায়’! কাকে নিয়ে বললেন গায়িকা?

Iman: ‘শোভন ভীষণই বন্ধুবৎসল। ওর সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা ননসেন্স কথা বলা যায়। কিন্তু স্বামী হিসেবে, প্রেমিক হিসেবে নীলাঞ্জন শ্রেষ্ঠ। আজকালকার যুগে ওর মতো মানুষ…

Iman

Iman: ‘শোভন ভীষণই বন্ধুবৎসল। ওর সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা ননসেন্স কথা বলা যায়। কিন্তু স্বামী হিসেবে, প্রেমিক হিসেবে নীলাঞ্জন শ্রেষ্ঠ। আজকালকার যুগে ওর মতো মানুষ হয় না।’ প্রাক্তন শোভনের প্রতি আরও একবার নিজের দুর্বলতা প্রকাশ করলেন ইমন চক্রবর্তী। তবে, শোভনের প্রতি দুর্বলতা থাকলেও জীবনে বেঁধে রেখে মাথায় ছাতা ধরে আগলে রাখার মতো কাউকে প্রয়োজন পড়েছিল ইমনের, সেই মানুষটি হলেই নীলাঞ্জন। ইমনের সারা জীবনের সঙ্গী।

আবেগপ্রবণ হয়ে বললেন, ‘আমার জীবনে নীলাঞ্জনের প্রয়োজন ছিল, আমার সহ্য করার জন্য। আমি তো সারাদিন হিল্লি দিল্লি করি। ওর পা দুটো মাটিতে থাকে। ও না অনেকটা ছাতার মতো। বাবার পর ও আমায় সবথেকে বেশি আগলে রাখে। শোভনের সঙ্গে যখন আমার পথ আলাদা হয় তখন মাঝ রাস্তায় নীলাঞ্জনের সঙ্গে দেখা হল। বিয়ে করে নিলাম।’

এদিন শোভন সোহিনীর প্রেম নিয়েও মুখ খুলেছিলেন ইমন। তাঁরা কি সত্যিই প্রেম করছেন! বেড়াতে গিয়েছেন পাহাড়ে? উত্তর দিতে গিয়ে ইমন বললেন, ‘ওই যিশুদা যে অনুষ্ঠান করল, ওখান থেকেই তো শোভন-সোহিনীর প্রেম। আমি চোখের সামনে দেখছি। বুঝতে পেরেছিলাম। সোহিনী আমাকে বলছে, চুপ চুপ বলিস না… এরকম একটা ব্যাপার। আমি খুব খুশি। ওরা প্রেম করছে। বরফের মাঝে বেড়াতে গেছে।’

গায়িকা আরও জানান, ‘এমনকী স্বস্তিকাও আমার খুব প্রিয় মানুষ। সোহিনী তো বরাবরের ভালো বন্ধু। আর শোভনের সঙ্গে বন্ধুত্বটা চিরকালের জন্য থেকে গিয়েছে। ওই যে আমি স্টেজে উঠে বলি, এই তালাটাও ভালো, এই চাবিটাও ভালো, শুধু এই তালাটা এই চাবিটির জন্য হয়তো ভালো নয়। আমি চাই এবার ওদের প্রেমটা স্থিতি পাক।’