AFC Cup: ভয়ঙ্কর ফর্মে রয়েছে মোহনবাগানের এএফসি প্রতিপক্ষ

ডার্বির রেশ কাটিয়ে AFC প্রতিযোগিতার (AFC Cup) দিকে চোখ মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের। এশিয়ান টুর্নামেন্টের কথা মাথায় রেখেই এবারের স্কোয়াড গড়েছে সবুজ মেরুন শিবির।

Machhindra FC

ডার্বির রেশ কাটিয়ে AFC প্রতিযোগিতার (AFC Cup) দিকে চোখ মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের। এশিয়ান টুর্নামেন্টের কথা মাথায় রেখেই এবারের স্কোয়াড গড়েছে সবুজ মেরুন শিবির। বিশ্ব মানের একাধিক খেলোয়াড় রয়েছে এবারের স্কোয়াডে। বুধবার AFC অভিযান শুরু করবে মোহন বাগান সুপার জায়ান্ট। তাদের প্রতিপক্ষ মাচিন্দ্রা এফসি (Machhindra FC)।

সম্প্রতি সময়ে দারুণ ফর্মে রয়েছে নেপালের এই ক্লাব। পরপর তিন ম্যাচে তারা হারেনি। মোহন বাগান সুপার জায়ান্টের মতো মাচিন্দ্রা এফসিতেও ভালো মানের ফুটবলাররা রয়েছেন। জাতীয় দলের একাধিক খেলোয়াড় রয়েছেন দুই ক্লাবেই। কোনোভাবেই হেলাফেলা করা যাবে না বাগানের প্রতিদ্বন্দ্বীকে।

মাচিন্দ্রা এফসির শেষ পাঁচটি ম্যাচ:-
ফর্মে থাকলে দলটি বইয়ে দিতে পারে গোলের বন্যা। শেষ পাঁচ ম্যাচে করেছে তেরোটি গোল। বেশিরভাগ ম্যাচে তিনবার প্রতিপক্ষের জালে বল জড়িয়েছে মাচিন্দ্রা ফুটবল ক্লাব।
•মাচিন্দ্রা এফসি ৩-২ পারো
•মাচিন্দ্রা এফসি ৩-১ মানাং মার্সিয়াংদি ক্লাব
•মাচিন্দ্রা এফসি ৩-১ হিমালয়ান শেরপা
•মাচিন্দ্রা এফসি ১-২ নেপাল পুলিশ ক্লাব
•মাচিন্দ্রা এফসি ৩-১ সাতদোবাতো

ওপরে তুলে ধরা হল ক্লাবটির শেষ পাঁচটি ম্যাচের পরিসংখ্যান। পাঁচ ম্যাচের মধ্যে চারটি ম্যাচে দল জিতেছে। হেরেছে একটি ম্যাচে। যে চার ম্যাচে দল জিতেছে, তার প্রতিটিতেই দিয়েছে তিনটি করে গোল। আরও একটি বিষয় লক্ষণীয়, মাচিন্দ্রা এফসি ক্লিন শিট রাখতে তারা ব্যর্থ। প্রতি ম্যাচেই গোল হজম করেছে দল। মোহন বাগান সুপার জায়ান্টের আক্রমণ ভাগ খাতায় কলমে দুর্দান্ত। প্রতিপক্ষের ডিফেন্সিভ দুর্বলতাকে কাজে লাগাতে চাইবে বাগান।